
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের (Indian Cricket Team) ব্যাটিংয়ের বড় ভরসা ‘রো-কো’। তবে ওয়াশিংটন সুন্দরের চোটে একাদশে বদল অনিবার্য। সেই বদলেই কি আন্তর্জাতিক অভিষেক আয়ুষ বাদোনির, নাকি ভবিষ্যতের কথা ভেবে নিতীশ কুমার রেড্ডিকেই এগিয়ে রাখবে টিম ম্যানেজমেন্ট?
T20 World Cup: ভেন্যু বদলের অনুরোধে সাড়া দিল না আইসিসি, অবস্থান বদলায়নি বাংলাদেশ
রাজকোটে জিতলেই আরও এক ওয়ানডে সিরিজ পকেটে পুরবে ভারতীয় দল। বরোদায় প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে শুভমন গিলের দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডের আগে ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ—চোট সমস্যা আর একাদশ নির্বাচন নিয়ে।
প্রথম ম্যাচে রান তাড়া করে জিতলেও, পুরোপুরি স্বস্তিতে থাকতে পারেনি ভারত। ঋষভ পন্থের পর ওয়াশিংটন সুন্দরও চোট পেয়ে ছিটকে গিয়েছেন পুরো সিরিজ থেকেই। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে আয়ুষ বাদোনিকে। ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজন হলে মিডিয়াম পেস বোলিংও করতে পারেন বাদোনি। ফলে রাজকোটেই তাঁর আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল।
তবে সবটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ‘বিগ পিকচার’র উপর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, যেখানে পেস সহায়ক উইকেটই মূল চ্যালেঞ্জ। সেই কথা মাথায় রেখে নিতীশ কুমার রেড্ডিকে বাড়তি সুযোগ দেওয়ার পক্ষেও জোরালো মত রয়েছে। খবর অনুযায়ী, বাদোনি ও নিতীশ দু’জনের মধ্যেই একজন খেলবেন। তিন পেসার আগে থেকেই থাকায় ব্যাটিং গভীরতা দেওয়ার জন্য বাদোনির দিকেই ঝুঁকছে পাল্লা।
পেস বিভাগে মহম্মদ সিরাজ ও হর্ষিত রানার জায়গা নিয়ে কোনও সংশয় নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়লেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন সিরাজ। তবে বরোদায় অর্শদীপ সিংয়ের বদলে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকাও সেই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিলেন। তাই রাজকোটে অর্শদীপের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
ব্যাটিংয়ে অবশ্য নজর থাকবে ‘রো-কো’-র দিকেই। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দুরন্ত ফর্মে। প্রথম ওয়ানডেতে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। মাঝখানে বিজয় হাজারে ট্রফিতে নেমে সেখানেও শতরান-ছন্দে ফেরার বার্তা পরিষ্কার। রোহিত শর্মা বরোদায় ভালো শুরু করলেও বড় ইনিংস করতে পারেননি। রাজকোটের পাটা উইকেটে হিটম্যানের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় সমর্থকেরা।
রাজকোটের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক। এখনও পর্যন্ত এখানে হওয়া চারটি ওয়ানডেতেই আগে ব্যাট করা দল জিতেছে। পরিসংখ্যান বলছে, টস জিতলে যে কোনও দলই আগে ব্যাট করতে চাইবে। শিশির ফ্যাক্টর আলোচনায় থাকলেও, বরোদার মতো এখানেও তা বড় প্রভাব ফেলবে না বলেই ধারণা। আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই।
এই সিরিজের গুরুত্ব কাগজে-কলমে হয়তো কম, কিন্তু ২০২৭ বিশ্বকাপের নিরিখে দেখলে তা অনেকটাই বেড়ে যায়। যে ‘রো-কো’ জুটিকে নিয়ে কয়েক মাস আগেও সংশয় ছিল, তাঁদের ফের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জায়গা দিতে বাধ্য হয়েছেন কোচ গৌতম গম্ভীর। দু’জনের সম্পর্কের শীতলতা নিয়ে নানা জল্পনা চললেও, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সাফ জানিয়ে দিয়েছেন বাস্তবে কোনও সমস্যাই নেই।
সম্ভাব্য ভারতীয় একাদশ (দ্বিতীয় ওয়ানডে):
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, নিতীশ কুমার রেড্ডি/আয়ুষ বাদোনি, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।










