২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতের ঐতিহাসিক ইংল্যান্ড (England Tour) সফর। তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। এই সিরিজটির গুরুত্ব অনেক, কারণ এই প্রথমবারের মতো ভারত মাঠে নামবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই। দুজনেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন গত মাসে, যার ফলে দায়িত্ব এসে পড়েছে তরুণদের কাঁধে। নেতৃত্বভার পড়েছে শুভমন গিলের ওপর, যিনি এখন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।
এই নতুন যুগে কারা থাকবেন প্রথম টেস্টের একাদশে, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ (Former India Batting coach) সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মতে প্রথম টেস্টের জন্য কী হতে পারে ভারতের সেরা একাদশ (Playing XI)।
সঞ্জয় বাঙ্গারের নির্বাচিত একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, নিতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ
এই তালিকায় কিছু চমকপ্রদ নাম রয়েছে। অনেকেই আশা করেছিলেন তরুণ ব্যাটার সাই সুদর্শন সুযোগ পাবেন, কিন্তু বাঙ্গারের মতে তাকে প্রথম একাদশে রাখা উচিত নয়। একইসঙ্গে অলরাউন্ডার শার্দুল ঠাকুরকেও তিনি বাদ দিয়েছেন। বরং তার জায়গায় সুযোগ পেয়েছেন নিতীশ কুমার রেড্ডি, যিনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বাঙ্গারের পছন্দের।
সঞ্জয় বাঙ্গার বলেন, “আমি নিতীশকে একজন ব্যাটসম্যান হিসেবে দেখি যে বোলিং করতে পারে। আমি তাকে বোলার হিসেবে দেখি না। শার্দুল ঠাকুর আমার প্রথম একাদশে নেই।”
অন্যদিকে, ভারতের নতুন অধিনায়ক শুভমন গিলকে নিয়ে আশাবাদী প্রাক্তন স্পিনার ও রাজ্যসভার সাংসদ হারভজন সিং। তিনি বলেন, “অধিনায়ক তৈরি হতে সময় লাগে। গিলকে কিছুটা সময় দিন। ও নিজেকে প্রমাণ করবে। একজন ব্যাটসম্যান হিসেবে ও নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছে। এখন অধিনায়ক হিসেবে ওকে দেখতে হবে।”
হারভজন আরও বলেন, “এই দলটা তরুণ হলেও প্রচণ্ড প্রতিভাবান। ইংল্যান্ডের মাঠে ভারতের রেকর্ড ভালো, এবারও আমরা ভালো কিছু দেখতে চাই। গিল এবং গোটা দলকে অনেক শুভেচ্ছা।”
নতুন যুগ, নতুন চ্যালেঞ্জ
রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ের পর টেস্ট দলে অনেক পরিবর্তন এসেছে। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও, প্রতিভার কোনো অভাব নেই। যশস্বী, ঈশ্বরন, নিতীশ রেড্ডি, করুণ নায়ারেরমতো তরুণরা সুযোগ পাচ্ছেন নিজেদের মেলে ধরার। অন্যদিকে, ঋষভ পন্থের ফিটনেস ফিরে পাওয়াটা বড় স্বস্তির খবর।
এই সফরে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), লর্ডস, ওভাল (লন্ডন) এবং ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার)—এই পাঁচ ঐতিহাসিক ভেন্যুতে।
এই নতুন ছন্দে দল কীভাবে ইংল্যান্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করে, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকেরা। অধিনায়ক হিসেবে শুভমন গিলের পরীক্ষার সময় শুরু এবং তার নেতৃত্বে ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে।