
ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) আকাশে নতুন নক্ষত্রের উত্থান যেন চোখের পলকে। সময়টা যে একেবারেই দুরন্ত যাচ্ছে বিহারের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পাওয়া, তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ। একের পর এক সাফল্যের মধ্যেই এবার এল সবচেয়ে বড় স্বীকৃতি। মাত্র ১৪ বছর বয়সেই জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সুযোগ পেলেন বৈভব।
বিসিসিআই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে চোটের কারণে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে। সেই সুযোগেই যুব দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। ৪ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড।
যদিও বিশ্বকাপের মঞ্চে নেতৃত্বের দায়িত্ব থাকছে আয়ুষ মাত্রের হাতেই। জানা গিয়েছে, চোট সারিয়ে তিনি বিশ্বকাপের আগেই দলে ফিরবেন। একই কারণে দক্ষিণ আফ্রিকা সফরে অনুপস্থিত সহ-অধিনায়ক বিহান মলহোত্রাও। দু’জনেই বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করছেন এবং সুস্থ হয়ে সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেবেন। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক হলেও বিশ্বকাপে নেতৃত্ব হিসেবে দেখা যাবে না বৈভবকে।
তবু এই দায়িত্ব যে বৈভবের কেরিয়ারে বড় মাইলফলক, তা বলার অপেক্ষা রাখে না। এত কম বয়সে জাতীয় দলের নেতৃত্ব— ভারতীয় ক্রিকেটে যা বিরল উদাহরণ। বোর্ডের এই সিদ্ধান্তেই স্পষ্ট, বৈভবকে ঘিরে ভবিষ্যতের বড় স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। গ্রুপ পর্বের পর রয়েছে সুপার সিক্স, সেমিফাইনাল এবং ফাইনাল। ভারতীয় দল তাদের অভিযান শুরু করবে ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর বাংলাদেশের সঙ্গে ম্যাচ ১৭ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি শক্তিশালী নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় ভারতীয় যুব দল। সেই সফরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ১৪ বছরের অধিনায়ক বৈভব সূর্যবংশী। চাপ সামলে নেতৃত্ব দেওয়া, মাঠে সিদ্ধান্ত নেওয়া— সব মিলিয়ে এই সিরিজই হতে চলেছে বৈভবের জন্য এক বড় পরীক্ষা।
ভারত ইতিমধ্যেই পাঁচ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে (২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ ও ২০২২)। তাই এবারের আসরেও তারা অন্যতম ফেভারিট। তরুণদের হাত ধরেই আবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট। আর সেই স্বপ্নের পথে বৈভব সূর্যবংশীর এই নেতৃত্বই হয়তো হয়ে উঠবে ভবিষ্যতের ইঙ্গিত।
সব মিলিয়ে, নতুন বছরের শুরুটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য একেবারেই উৎসবের মতো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তরুণদের লড়াই, তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুই মঞ্চেই চোখ থাকবে নতুন তারকাদের দিকে। আর সেই তালিকার শীর্ষে এখন একটাই নাম বৈভব সূর্যবংশী।
🚨 News 🚨
India’s U19 squad for South Africa tour and ICC Men’s U19 World Cup announced.
Details▶️https://t.co/z21VRlpvjg#U19WorldCup pic.twitter.com/bL8pkT5Ca2
— BCCI (@BCCI) December 27, 2025










