লর্ডসে স্বপ্নপূরণ পথে গিল, পাশে বিরাট-রোহিত জুটি!

Shubman Gill first-ever as Indian Cricket Team test captain to smash double hundred in England

রূপকথার সেই গল্পের বাস্তবায়ন হতে চলেছে বৃহস্পতিবার। ক্রিকেট বিশ্বের অন্যতম ঐতিহাসিক মঞ্চ লর্ডস স্টেডিয়াম (Lords)। আর সেই মাঠেই প্রথম বার টেস্ট খেলতে নামছেন ভারতের (Indian Cricket Team) তরুণ ও নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। শুধু টেস্ট অভিষেক নয়, নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব নিয়েই লর্ডসের বাইশ গজে নামবেন তিনি। ভারতীয় ক্রিকেট ভবিষ্যতের অন্যতম স্তম্ভ হিসেবে যাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। সেই শুভমনের জন্য এই দিনটা নিঃসন্দেহে স্মরণীয়।

লর্ডস, ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম। এই মাঠে খেলা মানেই এক অনন্য সম্মান। বিশ্বের অসংখ্য ক্রিকেটারের জীবনের স্বপ্ন একদিন এই মাঠে দেশের প্রতিনিধিত্ব করা। কিন্তু সে স্বপ্ন সবার পূরণ হয় না। শুভমন গিল সেই ভাগ্যবানদের মধ্যে একজন, যিনি কেরিয়ারের এক বিশেষ মুহূর্তে সেই সুযোগ পেতে চলেছেন।

   

সুখবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের! নীল জার্সিতে মাঠে ফিরছেন রো-কো জুটি

ইংল্যান্ডে এর আগেও খেলেছেন শুভমন। কিন্তু লর্ডসের অভিজ্ঞতা এবারই প্রথম। তাও আবার দেশের টেস্ট অধিনায়ক হিসেবে। সম্প্রতি রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক হিসেবে গিলকে বেছে নিয়েছে বিসিসিআই। ইতিমধ্যে অধিনায়ক হিসেবে নেতৃত্ব গুণে ও ব্যাটে ভরসা দিয়েছেন তিনি। বিরাট কোহলির জায়গায় চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন শুভমন।

এই ঐতিহাসিক মুহূর্তে যদি দলের দুই প্রাক্তন নেতা ও ভারতীয় ক্রিকেটের আইকন রোহিত শর্মা এবং বিরাট কোহলি পাশে থাকেন, তা হলে তো কথাই নেই। শুভমনের জন্য এটা নিঃসন্দেহে এক বিশেষ অনুপ্রেরণা। ইতিমধ্যেই উইম্বলডনের গ্যালারিতে একসঙ্গে দেখা গিয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁদের উপস্থিতি জল্পনা তৈরি করেছে—লর্ডসে শুভমনের পাশে থাকতেই কি এসেছেন তাঁরা?

ভারতীয় দল এই সফরে নিজেদের বেস ক্যাম্প করেছে লন্ডনেই। প্রস্তুতি সেখান থেকেই হয়েছে। এমন আবহে দলের ভেতরেও একটা বাড়তি উদ্দীপনা রয়েছে শুভমনের অধিনায়কত্ব নিয়ে। তরুণদের নিয়ে নতুন করে গড়ে উঠছে ভারতীয় টেস্ট দল। শুভমন সেই নতুন অধ্যায়ের মুখ।

Indian Cricket Team test captain Shubman Gill debut at Lords with Virat Kohli and Rohit Sharma expected in Stands

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleকিম করেছে যৌন নির্যাতন, মামলা দায়ের!
Next articleনতুন শহরে গেলে কীভাবে সেভিংস অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন? জানুন ধাপে ধাপে
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।