গুজরাট টাইটান্স ছেড়ে এই দলে যাচ্ছেন গিল!

ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক! গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বর্তমান অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) আইপিএল ২০২৬ (IPL 2026) আগে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছেন? সম্প্রতি…

Indian Cricket Team test capatin Shubman Gill want to leave Gujarat Titans ahead of IPL 2026

ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক! গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বর্তমান অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) আইপিএল ২০২৬ (IPL 2026) আগে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছেন? সম্প্রতি উঠে আসা একাধিক রিপোর্ট অনুযায়ী, এই প্রতিভাবান ব্যাটসম্যান গুজরাট টাইটান্স ছেড়ে নতুন দলে যেতে চান। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির কর্তাদের তিনি নাকি এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। ট্রেড উইনডোর মাধ্যমেই তিনি দলবদল করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

২০২৪ সালের আইপিএল শুরুর আগেই গুজরাট টাইটান্সে বড়সড় পরিবর্তন হয়। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্সে (MI) ফিরে যাওয়ার পর গুজরাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শুভমন গিল। তরুণ এই ক্রিকেটার নিজের কাঁধে দলের ভার তুলে নেন এবং প্রথমবারের মতো আইপিএলে নেতৃত্ব দেওয়া শুরু করেন।

   

গিলের অধিনায়কত্বে গুজরাট টাইটান্স যদিও প্লে-অফে পৌঁছেছিল, তবে এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। এই ব্যর্থতার পরেই নাকি দলের অন্দরেই তৈরি হয়েছে টানাপোড়েন। একাধিক সূত্রের দাবি, ফ্র্যাঞ্চাইজির কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে গিলের মতবিরোধ তৈরি হয়েছে। যার ফলেই ২০২৬ সালের আগে নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

যদিও এখন পর্যন্ত গুজরাট টাইটান্স ও শুভমন গিল, কেউই এই বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি দেননি। তবে ক্রিকেট মহলে জোর গুঞ্জন, মিনি নিলামের আগে তাকে ট্রেড করার সম্ভাবনা প্রবল। ট্রেড উইন্ডো চলাকালীন একাধিক দল গিলের জন্য আগ্রহ প্রকাশ করতে পারে বলে জানা গিয়েছে। বিশেষ করে সেই সব ফ্র্যাঞ্চাইজি যারা এক শক্তিশালী টপ অর্ডার ব্যাটসম্যান ও ভবিষ্যতের অধিনায়ক খুঁজছে।

Advertisements

গুজরাট টাইটান্সে অধিনায়ক হওয়ার পরেও গিল নিজের ব্যাটিং ফর্মে কোনো খামতি রাখেননি। আইপিএল ২০২৫ মরসুমে তিনি ১৫ ম্যাচে ৬৫০ রান করে দলের অন্যতম সেরা পারফরমার হন। শুধু আইপিএল নয়, জাতীয় দলের জার্সিতেও তার ব্যাট থেকে এসেছে একের পর এক দুরন্ত ইনিংস। বিশেষ করে ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি পাঁচ ম্যাচে ৭৫৪ রান করে রেকর্ড বইয়ে নাম লেখান। ভারতীয় অধিনায়ক হিসেবে এখন এক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।

বর্তমানে তিনি দলীপ ট্রফিতে নর্থ জোনের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, এশিয়া কাপ ২০২৫ ভারতীয় টি-টোয়েন্টি দলে আবারও জায়গা পেতে পারেন গিল। মাত্র ২৫ বছর বয়সে শুভমান গিল এমন সব পরিসংখ্যান গড়ে ফেলেছেন যা তাকে আগামী দশকের ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

Indian Cricket Team test capatin Shubman Gill want to leave Gujarat Titans ahead of IPL 2026