ভারত (Indian Cricket Team) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে আসন্ন একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজ বাতিলের পথে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma)। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই প্রত্যাবর্তন এখন কার্যত অনিশ্চিত। আগামী ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছয়টি ম্যাচের (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি) দ্বিপাক্ষিক সিরিজটি ‘প্রায় বাতিল’ বলেই মনে করছেন ক্রীড়ামহল।
Read Hindi: कूटनीतिक टकराव में उलझा क्रिकेट! रोहित-विराट की वापसी सीरीज़ पर संकट के बादल
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি অনুকূল না হওয়ায় তারা আপাতত সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রি বন্ধ রেখেছে। ভারতীয় সম্প্রচার সংস্থাকেও জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে ভারতের সঙ্গে সিরিজ হচ্ছে না। বিসিবির একজন শীর্ষ কর্তা জানিয়েছেন, “আমরা বাজার বুঝে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। একসাথে সব কিছু না করে আলাদা চুক্তি করবো। আপাতত পাকিস্তান সিরিজ নিয়েই আমাদের মূল মনোযোগ।”
সিরিজের সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা ছিল ভারতীয় দলের। মিরপুরে ১৭ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম দুই ওয়ানডে, আর শেষ ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৬ আগস্ট থেকে, শেষ ম্যাচ ৩১ আগস্ট। রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন এই সিরিজ দিয়েই হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সব মিলিয়ে সেই সম্ভাবনায় এখন বড়সড় প্রশ্নচিহ্ন।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কয়েকদিন আগেও আশাবাদী ছিলেন সিরিজ নিয়ে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভারতীয় সরকার এখনো বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেয়নি। বরং নানা সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফ থেকে পরোক্ষভাবে বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ সফরের অনুকূল পরিবেশ নেই।
সম্প্রতি পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। এরই মাঝে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মহম্মদ ইউনুস চিন সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি মন্তব্য করেন। পাশাপাশি বাংলাদেশের তরফে পাকিস্তানপন্থী অবস্থানও লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সফরে গেলে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা কি সুনিশ্চিত?
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের প্রতি বিরূপ মনোভাব আরও প্রকট হয়েছে। একদিকে ঢাকার সঙ্গে বেজিংয়ের ঘনিষ্ঠতা বৃদ্ধি, অন্যদিকে ভারতের কূটনৈতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে এখনো সিরিজ বাতিলের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিসিসিআই ও বিসিবির তরফ থেকে আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Indian Cricket Team star Virat Kohli & Rohit Sharma Return Series like to Cancelled Over Diplomatic Conflict with Bangladesh