
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্যাট হাতে ফেরার পথে শ্রেয়স আইয়ার (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে ভয়াবহ চোটের পর প্রায় দু’মাস কেটে গিয়েছে। সেই সময় থেকে মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটার। তবে সুখবর, সুস্থ হয়ে উঠে ব্যাটিং শুরু করেছেন তিনি।
বক্সিং-ডে’তে ‘বিরাট’ দাপট কোহলির, গোল্ডেন ডাক এই তারকা
সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় গুরুতর চোট পান শ্রেয়স। ফিল্ডিংয়ের সময় পাঁজরে সেই আঘাত এতটাই মারাত্মক ছিল যে, দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। প্রায় তিন দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
চোটের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে শ্রেয়সকে। খেলতে পারেননি সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও। মাসখানেক আগে শুরু হয় তাঁর রিহ্যাব প্রক্রিয়া। ধীরে ধীরে ফিটনেসে ফেরার পথে এবার ব্যাটিং অনুশীলনও শুরু করে দিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ও সেন্টার অফ এক্সেলেন্সের নির্দেশ মেনেই ব্যাট হাতে নেমেছেন শ্রেয়স। খুব শীঘ্রই তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন, যেখানে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। ব্যাটিং করার সময় আপাতত কোনও অস্বস্তি বা সমস্যার কথা জানাননি শ্রেয়স, যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে স্বস্তির খবর।
কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন শ্রেয়স, তা এখনও নিশ্চিত নয়। তবে বোর্ড কর্তাদের ধারণা, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী জানুয়ারির ওয়ানডে সিরিজেই নীল জার্সিতে ফিরতে পারেন তিনি। তার আগে সম্ভব হলে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে। বোর্ড সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করলেই জাতীয় দলে ফেরার ছাড়পত্র পাবেন শ্রেয়স।
তবে তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড। শ্রেয়সের চোট ছিল অত্যন্ত গুরুতর, তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। সতর্কতার সঙ্গেই এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আশার আলো, শ্রেয়স আইয়ার সুস্থতার পথে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আবার নীল জার্সিতে মাঝমাঠে দেখা যাবে তাঁকে।










