বাবরকে টপকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘হিটম্যান’! শীর্ষে তিন ভারতীয়

Indian Cricket Team star Rohit Sharma Rises To No. 2 In ICC ODI Rankings Despite Not Playing Since March

প্রায় ৬ মাসেরও বেশি সময় জাতীয় দলের (Indian Cricket Team) বাইরে। গতবছর বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন, আর সদ্যই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবুও ক্রিকেটবিশ্বে তাঁর দাপট এতটুকু কমেনি, বরং আরও একবার প্রমাণ করলেন তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যাটার এখনও।

আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় (ICC ODI Rankings) রোহিত শর্মা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তিনি টপকে গেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে, যিনি নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। নজরকাড়া বিষয় হল, রোহিত এই সাফল্য পেয়েছেন কোনো ম্যাচ না খেলে, বরং বাবরের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে।

   

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে বাবর আজম করেছেন মাত্র ৫৬ রান। তাঁর রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫১। আর সেই সুযোগেই রোহিত শর্মা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭৫৬। যদিও এই সময়ে রোহিত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, আইসিসির র‍্যাঙ্কিং পদ্ধতিতে পূর্ববর্তী পারফরম্যান্স এবং অন্যান্য ব্যাটারদের ফর্ম বিবেচনায় রেটিং পরিবর্তিত হয়।

ওয়ানডে ব্যাটারদের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন আরেক ভারতীয়, শুভমন গিল। তাঁর সংগ্রহ ৭৮৪ রেটিং পয়েন্ট। গিল ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন এবং বর্তমানে তিনিই বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটার। ভারতের আধিপত্য এখানেই শেষ নয়। বিরাট কোহলি রয়েছেন চতুর্থ স্থানে, তাঁর রেটিং পয়েন্ট ৭৩৬। তিনিও মার্চ মাসের পর আর কোনও ম্যাচ খেলেননি, তবুও নিজের স্থান ধরে রেখেছেন। এছাড়া শ্রেয়াস আইয়ার রয়েছেন অষ্টম স্থানে এবং কেএল রাহুল ১৫তম স্থানে অবস্থান করছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল রোহিত শর্মার। যদিও পুরো টুর্নামেন্টে তিনি খুব একটা দাপুটে ছিলেন না, তবে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন। এই ইনিংসটি তাঁর রেটিংয়ে বড় প্রভাব ফেলে। অন্যদিকে বিরাট কোহলি ৫ ম্যাচে ২১৮ রান করেন, যার মধ্যে একটি শতরান ছিল পাকিস্তানের বিরুদ্ধে।

অক্টোবরের অস্ট্রেলিয়া সফরের পরেই রোহিত ও কোহলি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন কি না? তা নিয়ে জোর গুঞ্জন চলছে। বিসিসিআই জানিয়েছে, তারা এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। তবে ইতিমধ্যেই রোহিত অনুশীলনে নেমে পড়েছেন। অপরদিকে কোহলি লন্ডনে ইন্ডোর সেশনে ব্যাটিং করছেন।

Indian Cricket Team star Rohit Sharma Rises To No. 2 In ICC ODI Rankings Despite Not Playing Since March

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleBrandLoom Wins Top Honors at ADTECH Today Awards for Ashley Stewart’s Bridal Campaign
Next articleবিরোধী দুর্গে ভোট চুরির অভিযোগ তুলে পাল্টা ব্যুমেরাং খেল বিজেপি
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।