ইংল্যান্ড সফরে ইতিহাস গড়ার লক্ষ্যে বুমরাহ! রেকর্ড ভাঙার দোরগোড়ায় ভারতীয় পেস তারকা

রোহিত শর্মা (Rohit Shrama) ও বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতীয় ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি। দীর্ঘ এক দশকের বেশি…

Indian Cricket Team in England Tour

রোহিত শর্মা (Rohit Shrama) ও বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর ভারতীয় ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ভারতীয় টেস্ট দলের মেরুদণ্ড ছিলেন এই দুই মহারথী। তবে ২০২৫ সালের জুন মাসে ইংল্যান্ড সফরের (England Tour) প্রাক্কালে দুই তারকার বিদায় একপ্রকার চাপেই ফেলেছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)।

এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, ভরসার বাতিঘর হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তার পেস আগুনে জ্বলে উঠতে চলেছে ইংল্যান্ডের উইকেটে — এবং সেই আগুনেই গড়ে উঠতে পারে নতুন ইতিহাস। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে অংশ নিলে ভারতের অন্যতম সফল বোলার হিসেবে নিজের নাম উজ্জ্বলভাবে খোদাই করে ফেলতে পারেন তিনি।

   

রেকর্ডের দোরগোড়ায় বুমরাহ

বর্তমানে ইংল্যান্ডের মাটিতে ৮টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৩৭টি উইকেট সংগ্রহ করেছেন জসপ্রীত বুমরাহ। আর মাত্র ১২টি উইকেট পেলেই তিনি ভারতের ইতিহাসে ইংল্যান্ড সফরে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর মুকুট পড়তে পারবেন। বর্তমানে এই রেকর্ডের মালিক ইশান্ত শর্মা — যিনি ইংল্যান্ডে ১৪টি টেস্টে ৪৮টি উইকেট শিকার করেছেন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি কপিল দেব। তিনি ইংল্যান্ডে ১৬টি টেস্টে ৪৩টি উইকেট পেয়েছিলেন। ফলে বুমরাহ যদি অন্তত ৭টি উইকেট সংগ্রহ করতে পারেন, তাহলেই তিনি ছুঁয়ে ফেলবেন কপিল দেবকে, আর ১২টি উইকেট পেলেই টপকে যাবেন সকলকে। যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক হবে।

ইংল্যান্ড সফরের চ্যালেঞ্জ

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ, যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলি মাঠে। এই সফরের আগে টেস্ট দলে নেতৃত্বে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। শুভমন গিল হতে পারেন দলের অধিনায়ক এবং তার সহকারী হিসেবে থাকতে পারেন ঋষভ পন্থ। তবে অভিজ্ঞতার অভাব যে বড় এক ফাঁক তৈরি করবে, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisements

এই পরিস্থিতিতে বুমরাহ শুধু বোলিং আক্রমণের নেতা হিসেবেই নয়, মাঠে অভিজ্ঞতার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর আগ্রাসী মানসিকতা, নিখুঁত লাইন-লেন্থ এবং চাপের মুখে ঠান্ডা মাথার খেলা তাঁকে টিম ইন্ডিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত করেছে।

ওয়ার্কলোড ও ইনজুরি চিন্তা

তবে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে — বুমরাহকে পুরো ৫ ম্যাচ খেলানো হবে তো? বিসিসিআই সূত্র অনুযায়ী, তাঁর চোটের ইতিহাস ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কথা মাথায় রেখে তাঁকে হয়তো প্রত্যেকটি ম্যাচে খেলানো হবে না। তা সত্ত্বেও, যদি তিনি অন্তত ৩-৪টি ম্যাচে পূর্ণ সক্ষমতায় অংশ নিতে পারেন, তাহলে ইতিহাস গড়া শুধুই সময়ের অপেক্ষা।

শামির দিকেও নজর

এই সিরিজে আরও এক ভারতীয় বোলারের দিকে নজর রাখতে হবে মহম্মদ শামি। বর্তমানে তার ঝুলিতে ইংল্যান্ডে ৩৪টি উইকেট রয়েছে। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলে তিনিও পৌঁছে যেতে পারেন অগ্রগামীদের তালিকায়।

রোহিত-বিরাটের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অভিজ্ঞতা ঘাটতির কথা স্বীকার করতেই হয়। তবে এই শূন্যতা পূরণে এগিয়ে এসেছেন জসপ্রীত বুমরাহ, যিনি শুধুই একজন ফাস্ট বোলার নন, বরং নতুন যুগের নেতৃত্বের প্রতীক। ইংল্যান্ড সফরে তাঁর পারফরম্যান্স যে কেবল দলকে ভরসা দেবে তাই নয়, একইসঙ্গে গড়ে তুলতে পারে এক অবিস্মরণীয় ইতিহাস। এখন দেখার, বুমরাহ কতটা এগোতে পারেন কপিল দেব-ইশান্ত শর্মাদের ছাপিয়ে ভারতের ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখতে।