HomeSports Newsবিরাট-রোহিতের অবসর অতীত, এবার বোর্ডকে বড় সিদ্ধান্ত শোনালেন বুমরাহ

বিরাট-রোহিতের অবসর অতীত, এবার বোর্ডকে বড় সিদ্ধান্ত শোনালেন বুমরাহ

- Advertisement -

ইংল্যান্ড সফরের (England Tour) আগে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য দুঃসংবাদ। দলের অভিজ্ঞ পেসার ও সাম্প্রতিক সময়ের অন্যতম সম্ভাব্য অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) জানিয়ে দিয়েছেন, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনটির বেশি ম্যাচ খেলতে পারবেন না। বুমরাহর এই সিদ্ধান্তে বিস্মিত নির্বাচকরা।

গত অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। যদিও পঞ্চম টেস্টে চোট পেয়েছিলেন, যার ফলে বল করতে পারেননি দ্বিতীয় ইনিংসে। তার সেই চোটের রেশ এখনও কাটেনি পুরোপুরি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি, এমনকি আইপিএলেও কিছু ম্যাচ মিস করেন। দলের ফিজিও ও ট্রেনারদের সঙ্গে পরামর্শ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে, আপাতত এক সিরিজে টানা পাঁচটি টেস্ট ম্যাচ খেলা তার শরীরের পক্ষে সম্ভব নয়।

   

বুমরাহর এই সিদ্ধান্তের ফলে তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে রোহিত শর্মার ডেপুটি ছিলেন তিনি এবং স্বাভাবিকভাবেই তাকেই ভাবা হচ্ছিল রোহিতের উত্তরসূরি হিসেবে। রোহিতের টেস্ট থেকে অবসর ঘোষণার পরে বুমরাহ ছিলেন প্রথম সারির বিকল্প। তবে যেহেতু তিনি পুরো সিরিজ খেলতে পারবেন না, তাই নির্বাচকরা নতুন অধিনায়কের সন্ধান শুরু করেছেন।

এই অবস্থায় সামনে চলে এসেছেন তরুণ ব্যাটার শুভমন গিল। যদিও আগে কখনও টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব দেননি, তবুও তাঁকেই ভাবা হচ্ছে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে জিম্বাবোয়ে সফরে তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন এবং এরপর থেকে সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক হিসেবেও কাজ করেছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন তিনি, যেখানে ভারত জয়লাভ করে।

গিলের সঙ্গে সহ-অধিনায়ক পদে আনা হতে পারে ঋষভ পন্থকে। পন্থ বর্তমানে ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার এবং ২০১৮ সাল থেকে নিয়মিত সদস্য দলে। চোট কাটিয়ে দুর্দান্তভাবে মাঠে ফিরে এসেছেন তিনি। তার অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি এবং সাহসী ব্যাটিং তাঁকে সহ-অধিনায়ক হিসেবে দলে আরও মূল্যবান করে তোলে।

বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শনিবার, ২৪ মে ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়া সফরের অধিকাংশ খেলোয়াড়ই তাদের জায়গা ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে। তবে কিছু ভারত ‘এ’ দলের প্রতিভাবান খেলোয়াড়ের টেস্ট দলে ঢোকার সুযোগও তৈরি হয়েছে রোহিত ও বিরাট কোহলির অনুপস্থিতিতে। বিরাটও টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন, যা দলে নতুন মুখ আনার পথ সুগম করেছে।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের রদবদলের সময় চলছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সংমিশ্রণে নতুন নেতৃত্ব গঠনের এই সময়ে গিল ও পন্থের কাঁধেই ভবিষ্যতের দায়িত্ব তুলে দিতে চলেছে বিসিসিআই। বুমরাহ, যদিও ফর্মে আছেন এবং দলের পেস আক্রমণের মূল ভরসা, তবে তার শরীরের সীমাবদ্ধতা তাঁকে নেতৃত্বের দৌড়ে পিছিয়ে দিল।

শেষমেশ, বুমরাহর চোট নতুন করে স্মরণ করিয়ে দিল, আধুনিক ক্রিকেটে ফিজিক্যাল ফিটনেস কতটা বড় ভূমিকা পালন করে। ভারতের আগামী টেস্ট নেতৃত্বে কারা থাকছেন, সেটি নির্ধারিত হবে আগামী শনিবার

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular