এক সময় জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়ানো লোকেশ রাহুল (KL Rahul) আজ ভারতের টেস্ট ব্যাটিংয়ের (Indian Cricket Team) অন্যতম ভরসার নাম। এবছর ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্সের পর অনেকেই ভেবেছিলেন, বিদেশের মাটিতেই হয়তো বেশি স্বচ্ছন্দ তিনি। কিন্তু শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Ahmedabad) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে সেই ভুল ধারণা ভেঙে দিলেন কর্নাটকের এই ডানহাতি ব্যাটার (India Cricket News)।
এই ইনিংসটা শুধুমাত্র এক সেঞ্চুরির সংখ্যা নয়, বরং ছিল এক প্রত্যাবর্তনের গল্প। ২০১৬ সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান করার পর দেশের মাটিতে আর সেঞ্চুরি পাননি রাহুল। দীর্ঘ ৩২১১ দিন বা প্রায় নয় বছর পর ফের ঘরের মাঠে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন তিনি। দেশের মাটিতে এটি তাঁর দ্বিতীয় এবং কেরিয়ারের একাদশ টেস্ট সেঞ্চুরি।
ভারতের প্রথম ইনিংসের ৬৫তম ওভারে রস্টন চেজের করা পঞ্চম বলটি মিড উইকেটে ফ্লিক করে এক রান নেন রাহুল। সেই রানটিই তাঁকে পৌঁছে দেয় কাঙ্ক্ষিত শতরানে। সিঙ্গল নিয়েই হেলমেট খুলে তেরঙায় চুমু খান রাহুল, তারপর আঙুল মুখে দিয়ে সিটি বাজিয়ে উদযাপন। ছিল আবেগ, ছিল স্বস্তি আর ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা।
📸📸
A special knock calls for a special celebration 😍
Describe KL Rahul’s knock so far 👇
Updates ▶ https://t.co/MNXdZcelkD#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/yX2OK3TVno
— BCCI (@BCCI) October 3, 2025
এই শতরান রাহুলের কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, দেশের মাটিতে টেস্টে ২৬ ইনিংস পর এল এই সেঞ্চুরি। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভারতের ইতিহাসে দেশের মাটিতে দুটি টেস্ট সেঞ্চুরির মাঝে সবচেয়ে বেশি দিনের ব্যবধান রাহুলেরই ৩২১১ দিন। এর আগে এই তালিকায় সবার ওপরে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, যার ব্যবধান ছিল ২৬৫৫ দিন।
আরও চমকপ্রদ তথ্য হল, রাহুলের মতো দেশের মাটিতে দুটি সেঞ্চুরির মাঝে ২৬ ইনিংসের ব্যবধান ছিল কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব, পলি উমরিগর, অজিঙ্ক রাহানে ও বিজয় মঞ্জরেকরের কেরিয়ারেও। চন্দু বোর্ডের ক্ষেত্রে ব্যবধান ছিল ২৭ ইনিংস, সৈয়দ কিরমানির ক্ষেত্রে ছিল ৩২ ইনিংস। কিন্তু দিনের হিসাবে এই বিরাট ব্যবধান রাহুলের কীর্তিকে আলাদা মাত্রা দেয়।
এতদিন ধরে দেশে একটিই মাত্র টেস্ট সেঞ্চুরি ছিল রাহুলের। সেই ইনিংসটি ২০১৬ সালে চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা, যেখানে তিনি ১৯৯ রানে আউট হন। সেই ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার।
এক সময়ের ‘বাতিল’ হয়ে যাওয়া ব্যাটসম্যান এখন জাতীয় দলের অপরিহার্য সদস্য। বিশেষ করে বিদেশের মাটিতে রাহুলের ফর্ম ভারতের টেস্ট জয়ের চাবিকাঠি হয়ে উঠেছে বারবার। তবে এবার দেশের মাটিতেও তিনি বুঝিয়ে দিলেন, অভিজ্ঞতা আর অধ্যবসায় থাকলে প্রত্যাবর্তন সম্ভব।
Indian Cricket Team star batter KL Rahul scores Test Century after 3211 days in India vs West Indies Test