১৮ অক্টোবর থেকে ওমানে শুরু হচ্ছে এমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup)। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শক্তিশালী দল গঠন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)। যা ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের তুলে ধরবে বলে আশা করা যাচ্ছে। কারণ ভারতীয় দলে (Indian Cricket Team) রয়েছে একাধিক চমক। দলে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তিলক বর্মাকে। সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই হয় এই টুর্নামেন্ট। তাই সেখানে ভারতীয় দলের মূল দলের পরিবর্তে দ্বিতীয় দল সেখানে খেলবে।
Gautam Gambhir : ব্যাটার-বোলারদের মধ্যে পার্থক্য নিয়ে বিস্ফোরক ব্যাখ্যা গম্ভীরের
কোন টুর্নামেন্টে দলের অধিনায়কের নাম ঘোষণা করার সময় সাধারণত কিছু চমক থাকে। যদি কোন নতুন অধিনায়ক বা তরুণ খেলোয়াড়কে এই দায়িত্বে রাখা হয়, তাহলে সেটি বিশেষভাবে নজর কাড়ে। এবার তেমনটাই ঘটেছে ভারতীয় দল ঘোষণার সময়। এবার অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তিলক বর্মাকে। একইসঙ্গে আইপিএলের একাধিক তারকা ক্রিকেটার রয়েছে ভারতীয় দলে। যা নতুন প্রতিভার অন্তর্ভুক্তি হয়েছে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
India vs Australia : বর্ডার গাভাসকর ট্রফির আগে চিন্তায় দুই শিবির, পরিকল্পনা বদল অজিদের
এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দল: তিলক বর্মা, বৈভব অরোরা, আয়ুষ বাদোনি, রাহুল চাহার, অংশুল কাম্বোজ, সাই কিশোর, আকিব খান, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), রসিখ সালাম, নিশান্ত সিন্ধু, প্রভসিমরন সিং, রমনদীপ সিং, অভিষেক শর্মা, হৃত্বিক শোকিন, নেহাল ওয়াধেরা।
ICYMI!
A look at the Tilak Varma-led India ‘A’ squad for the upcoming ACC Men’s T20 Emerging Teams Asia Cup 2024
#TeamIndia pic.twitter.com/5GWFZB6gU9
— BCCI (@BCCI) October 14, 2024
উল্লেখ্য বিষয় এমার্জিং এশিয়া কাপের গ্ৰুপ ‘বি’-তে ভারতের পাশাপাশি রয়েছে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৯ অক্টোবর। দুটি দুটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। ফাইনাল ২৭ অক্টোবর। পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন মহম্মদ হ্যারিস। বাংলাদেশ দলে আছেন তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটাররা। এছাড়াও এই এশিয়া কাপে আছে আফগানিস্তান, হংকংয়ের তরুণ দল।