বরোদায় প্রত্যাবর্তনের ম্যাচে ‘রো-কো’ জুটি, রইল সম্ভাব্য একাদশ

indian-cricket-team-return-baroda-after-16-years-vs-new-zealand

বরোদা শহর থেকে কিছুটা দূরেই নতুন কোতান্বি স্টেডিয়াম। দীর্ঘ ১৬ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গুজরাটের এই শহরে। অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জানুয়ারি বরোদায় খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কাকতালীয় হলেও সত্যি, ২০১০ সালে বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল, সেটিও ছিল ভারত বনাম নিউজিল্যান্ড। এক দশকেরও বেশি সময় পর সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামছে ‘মেন ইন ব্লুরা’। ফলে শহরজুড়ে উত্তেজনা আর উন্মাদনা তুঙ্গে।

বাবার সঙ্গে মাঠে নেমে ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁল শিবিকা,ভাইরাল ভিডিও

   

ভারতীয় শিবিরও বেশ ফুরফুরে মেজাজে। বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল আগেভাগেই বরোদায় এসে পৌঁছেছিলেন। ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলনও করেন বিরাট। শুক্রবার দলের প্রায় সব ক্রিকেটারই শহরে পৌঁছে যান। এদিন বিকেল পাঁচটা থেকে মূল স্টেডিয়ামে অনুশীলন সেশন ছিল। তবে রোহিত শর্মা কিংবা বিরাট, কেউই খুব দীর্ঘ সময় ব্যাটিং করেননি। অনুশীলনের ফাঁকে রোহিত-বিরাটকে বেশ খানিকক্ষণ আড্ডা দিতেও দেখা যায়।

এরই মাঝে যশস্বী জয়সওয়ালকে নিয়ে আলাদা করে সময় কাটান বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শুভমন গিল না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন যশস্বী। প্রথম দু’টি ম্যাচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। শেষ ম্যাচে অবশ্য দুরন্ত শতরান করেন। বরোদার অনুশীলনে বিরাট বারবার কিছু বিষয় বোঝাতে থাকেন যশস্বীকে, টেকনিক থেকে শুরু করে ইনিংস গড়ার সূক্ষ্ম দিকগুলি নিয়েই যেন ছিল এই ‘মাস্টারক্লাস’।

নিউজিল্যান্ড সিরিজের মূল আকর্ষণ বিরাট কোহলি ও রোহিত শর্মা, তা বলাই বাহুল্য। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দু’জনেই ছিলেন দুরন্ত ফর্মে। তার আগে ঘরোয়া ক্রিকেটেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাঁরা। বিজয় হাজারে ট্রফিতে রান পেয়েছেন দু’জনেই। ‘রো-কো’ যদি ছন্দে থাকেন, তাহলে দলের বাকিদের দায়িত্ব অনেকটাই হালকা হয়ে যায়।

বোর্ডের টানাপোড়েনে বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা! বোমা ফাটালেন টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। পরিবর্তে দলে ফিরেছেন মহম্মদ সিরাজ। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে থাকা সিরাজের সঙ্গে অর্শদীপ সিংয়ের জুটি দেখার সম্ভাবনাই বেশি। ঘরের মাঠে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গে ওয়াশিংটন সুন্দর হতে পারেন তৃতীয় স্পিনার। হার্দিক পাণ্ডিয়া না থাকায় পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন নীতীশ রেড্ডি।

যদিও চূড়ান্ত একাদশ এখনও ঠিক হয়নি। শনিবার পিচ ও কন্ডিশন দেখার পরই টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন সেশন থাকছে। এদিকে নিউজিল্যান্ড দলও অনুশীলন সেরে নিয়েছে। গত বছর টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল কিউইরা। তবে অতীতের সেই সাফল্য নিয়ে বেশি ভাবতে চাইছে না ব্রেসওয়েলরা। তারা ভালো করেই জানে, বিরাট ও রোহিতকে যদি আটকানো না যায়। তাহলে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জেতা প্রায় অসম্ভব। সব মিলিয়ে বরোদার প্রত্যাবর্তনের ম্যাচ ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। মাঠে নামার আগেই যেন উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেটের এই লড়াই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন