ইংল্যান্ড সফরে ভারতের ওপেনিং চমক! নতুন জুটি কাঁপাবেন লর্ডস থেকে ওভাল

২০২৫ সালের জুন মাসে ভারতের (India) জন্য শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। টেস্ট ক্রিকেটের (Test Cricket) মহারণে ইংল্যান্ডের (England) মাটিতে এবার ব্যাট হাতে, বল…

Indian Cricket Team Predicted XI against England Tour

২০২৫ সালের জুন মাসে ভারতের (India) জন্য শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। টেস্ট ক্রিকেটের (Test Cricket) মহারণে ইংল্যান্ডের (England) মাটিতে এবার ব্যাট হাতে, বল হাতে এবং নেতৃত্বে দেখা যাবে একেবারে নতুন রূপে গড়া ভারতীয় দলকে (Indian Cricket Team)। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞদের অবসরের পর এবার সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত শুভমন গিল। তার নেতৃত্বে ২০ জুন লিডসে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশে রয়েছে একাধিক চমক ও নতুন মুখ।

ওপেনিং জুটি: যশস্বী ও রাহুলের নতুন শুরু

   

রোহিত শর্মার অবসরের পর ভারতের ওপেনিংয়ের দায়িত্ব এবার সম্ভবত সামলাতে চলেছেন যশস্বী জসওয়াল ও কেএল রাহুল। যশস্বী বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন, বিশেষ করে বিদেশের মাটিতে তার টেকনিক এবং অ্যাগ্রেশন দলের পক্ষে বড় শক্তি হতে পারে। অন্যদিকে রাহুলের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ভালো পারফরম্যান্স তাকে এই ভূমিকায় নিয়ে এসেছে। দু’জনের কম্বিনেশন হতে পারে দলের জন্য এক বড় সম্পদ।

মিডল অর্ডারে তরুণ শক্তি

৩ নম্বরে অভিষেক হতে পারে তামিলনাড়ুর প্রতিভাবান ব্যাটার সাই সুদর্শনের। প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করার পর এবার তাঁর সামনে সুযোগ ভারতের হয়ে টেস্টে নিজেকে প্রমাণ করার। ৪ নম্বরে থাকবেন অধিনায়ক শুভমন গিল। ব্যাট হাতে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, এবার তার কাঁধে দলের নেতৃত্বের ভার। ৫ নম্বরে ফিরছেন ঋষভ পন্থ। চোট কাটিয়ে ফিরে আসা এই উইকেটকিপার ব্যাটার দলের ব্যাটিং এবং উইকেটের পেছনে গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন।

অলরাউন্ড শক্তি ও নতুন প্রতিভা

৬ নম্বরে জায়গা পেতে পারেন নীতীশ কুমার রেড্ডি। ইংল্যান্ড সফরের আগে অভিষেক ম্যাচেই ভালো পারফর্ম করেছেন তিনি। ব্যাট এবং মিডিয়াম-পেস বোলিং দুই ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ। ৭ নম্বরে থাকবেন রবীন্দ্র জাডেজা – দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার, যাঁর অলরাউন্ড পারফরম্যান্স যেকোনো পরিস্থিতিতে ভারসাম্য আনে।

স্পিন-বোলিং বিভাগ

Advertisements

ইংল্যান্ডে স্পিনাররা বরাবরই একটু চ্যালেঞ্জের মুখে পড়ে থাকেন, তবে কুলদীপ যাদবের রিস্ট স্পিন ও বৈচিত্র্য তাকে একাদশে জায়গা দিতে পারে। বাঁহাতি স্পিনার হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে।

পেস আক্রমণ: বুমরাহ, সিরাজ ও প্রসিদ্ধ

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। ফিট থাকলে তিনিই দলের স্পিয়ারহেড। সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। সিরাজের অভিজ্ঞতা এবং প্রসিদ্ধের উচ্চতা ও গতি ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকরী হতে পারে।

সম্ভাব্য একাদশ (প্রথম টেস্ট, লিডস):
১) যশস্বী জসওয়াল
২) কেএল রাহুল
৩) সাই সুদর্শন
৪) শুভমন গিল (অধিনায়ক)
৫) ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার)
৬) নীতীশ কুমার রেড্ডি
৭) রবীন্দ্র জাডেজা
৮) কুলদীপ যাদব
৯) প্রসিদ্ধ কৃষ্ণা
১০) জসপ্রীত বুমরাহ
১১) মহম্মদ সিরাজ

নতুন নেতৃত্ব, নতুন পথচলা

শুভমন গিলের নেতৃত্বে একদম নতুনভাবে সাজানো এই ভারতীয় দল কতটা লড়াকু হতে পারে, সেটাই এখন দেখার। রোহিত, কোহলির মতো বড় তারকাদের অবসরের পর চাপ বাড়লেও, এই সুযোগ তরুণদের জন্য এক বিশাল মঞ্চ। ইংল্যান্ডের কঠিন উইকেটে ব্যাটিং যেমন চ্যালেঞ্জ, তেমনি ফিল্ডিং ও বোলিংয়েও থাকবে বড় পরীক্ষা।

যশস্বী, গিল, পন্থদের মতো তরুণ প্রতিভারা যদি নিজেদের ছাপ রাখতে পারেন, তাহলে এই সিরিজ ভারতের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে উঠতে পারে। মাঠে নামার অপেক্ষা এখন শুধু সময়ের ব্যাপার।