এশিয়া কাপের (Asia Cup 2025) চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে চরম উত্তেজনা ভারতীয় শিবিরে (Indian Cricket Team)। একদিকে যেমন দলে জায়গা করে নিতে মরিয়া একাধিক ফর্মে থাকা খেলোয়াড়, অন্যদিকে বোর্ড পড়েছে ভীষণ ধন্দে। কারে রেখে কাকে নেওয়া হবে? বিশেষ করে শুভমন গিল (Shubman Gill) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)মতো দুই প্রতিভাবান ব্যাটসম্যানের ক্ষেত্রে।
টুর্নামেন্টের ভেন্যু দুবাই, যেখানে স্পিনাররা বিপক্ষ ব্যাটারদের ঘাম ছুটিয়ে দিতে পারে। আর এখানেই শ্রেয়স আইয়ারের নাম জোরালোভাবে আলোচনায় উঠে আসছে। কারণ স্পিনের বিরুদ্ধে তার ব্যাটিং এক কথায় অসাধারণ। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তার ব্যাট থেকে এসেছে একাধিক ম্যাচ জয়ী ইনিংস। শুধু তাই নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
অন্যদিকে শুভমন গিল, যার সাম্প্রতিক ফর্ম এবং ধারাবাহিকতা আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে। তাকেও দল থেকে ছেঁটে ফেলা কঠিন। একদিনের ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি, গিল তাঁর ধৈর্য, টেম্পারমেন্ট ও শট সিলেকশনের জন্য ইতিমধ্যেই ভারতের সেরা ওপেনারদের মধ্যে একজন হয়ে উঠেছেন।
তবে এখানেই বড় সমস্যা। শ্রেয়স যদি তিন নম্বরে ব্যাট করেন, তাহলে সূর্যকুমার যাদবের মতো ব্যাটার কোথায় খেলবেন? আর গিলকে যদি ওপেনিংয়ে রাখা হয়, তাহলে অভিষেক শর্মা কিংবা সঞ্জু স্যামসনের ভবিষ্যৎ কী?
বিশেষজ্ঞদের মতে, শ্রেয়সের সবচেয়ে বড় শক্তি হল টার্নিং ট্র্যাকে স্পিনের বিরুদ্ধে রান করবার ক্ষমতা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক হোম সিরিজে ভারতীয় ব্যাটাররা স্পিনে হিমশিম খেলেও শ্রেয়স ছিলেন নির্বিঘ্ন। তিনি সহজেই লেগস্পিন বা অফস্পিন পড়ে ফেলতে পারেন এবং রক্ষণাত্মক ও আক্রমণাত্মক দুই ভূমিকাতেই সাবলীল।
অন্যদিকে গিলের শক্তি হল পাওয়ারপ্লে-তে তার স্ট্রাইক রেট এবং ধারাবাহিকতা। তবে প্রশ্ন উঠছে, যদি শ্রেয়সকে নেওয়া হয়, গিলকে কি বাদ দিতে হবে? অথবা যদি তিলক ভার্মার মতো তরুণকে সুযোগ দেওয়া হয়, তাহলে কি শ্রেয়সকেই দলে জায়গা দেওয়া হবে না?
সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট চাইছে ব্যালান্সড একাদশ। এমন এক দল যেখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন থাকবে। তবে সমস্যার মূল হল গিল, শ্রেয়স, সূর্য, স্যামসন, তিলক, অভিষেক। কারণ সবাইকে একসঙ্গে খেলানো প্রায় অসম্ভব। একজনকে নিতে হলে কাউকে বাদ পড়তেই হবে।
এশিয়া কাপের দল ঘোষণার সময় যত এগিয়ে আসছে, ততই গুঞ্জন বাড়ছে। কারা যাবেন, কারা বাদ পড়বেন? কিন্তু একটা বিষয় স্পষ্ট, গিল ও শ্রেয়সের লড়াই কেবল দুই ব্যাটারের মধ্যে নয়। বরং ভারতীয় দলে ভবিষ্যতের গঠন কেমন হবে, তার নির্ধারক হয়ে উঠতে চলেছে।
Indian Cricket Team Possible Squad with Shubman Gill for Asia Cup 2025