এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ভারতের সম্ভাব্য দল (Indian Cricket Team) নিয়ে বিতর্ক ও সন্দেহের তাপ ক্রমশই বাড়ছে। প্রতিদ্বন্দ্বিতা, ইনজুরি আর নেতৃত্ব সংক্রান্ত চ্যালেঞ্জের মাঝে বিসিসিআইয়ের নির্বাচকরা মঙ্গলবার ঘোষণা করবেন ১৫ সদস্যের দল।
টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া “প্রিন্স” শুভমন গিলের টি-টোয়েন্টিতে ফেরার গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। রোমাঞ্চকর ইংল্যান্ড সিরিজের পর তাঁর ফর্ম নিয়ে অনেকটাই ইতিবাচক রিপোর্ট পাওয়া গিয়েছে। কিছু সূত্রে বলা হচ্ছে, গিল এশিয়া কাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন এবং সহ-অধিনায়কের দায়িত্ব নিতে পারেন অক্ষর প্যাটেলের পরিবর্তে। তবে বেশকিছু জাতীয় সংবাদম্যাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গিল হয়ত আখেরে বাদ পড়বেন। কারণ ওপেনিং এবং মিডল‑অর্ডারে দৃঢ় ব্যালান্স রয়েছে ‘মেন ইন ব্লু’দের।
যশস্বী জয়সওয়ালকে নিয়ে আলোচনা কমছে না। কারন একদিকে জয়সওয়ালের খেলাধুলার ধরন টি-টোয়েন্টিতে কার্যকর। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে, গিল আসলে জয়সওয়ালের জায়গা দখল করবেন।
এশিয়া কাপ ২০২৫ ভারতের ১৫ সদস্যের সম্ভাব্য স্কোয়াড :
সূর্যকুমার যাদব, শুভমন গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা
Indian Cricket Team possible squad for Asia Cup 2025