চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একগুচ্ছ পরিবর্তন! রইল ভারতের সম্ভাব্য একাদশ

ভারত-ইংল্যান্ডের (England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পৌঁছে গিয়েছে চতুর্থ ধাপে। সিরিজ এখনো খোলা, আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে সিরিজে ফিরতে মরিয়া ভারতীয় দল (Indian…

Three Players of Indian Cricket Team Who Could Be Dropped For Second Test

ভারত-ইংল্যান্ডের (England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পৌঁছে গিয়েছে চতুর্থ ধাপে। সিরিজ এখনো খোলা, আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে সিরিজে ফিরতে মরিয়া ভারতীয় দল (Indian Cricket Team। সেই লক্ষ্যেই সম্ভবত করা হতে পারে বেশ কয়েকটি কৌশলগত পরিবর্তন। ম্যানচেস্টারে (Manchester Test) অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের আগে ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা জোরকদমে।

ইংল্যান্ড সফরের শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু তৃতীয় টেস্টে ছন্দ হারিয়ে ফেলেছেন এই তরুণ বাঁহাতি ওপেনার। দলের প্রতি আস্থা বজায় রেখে তাকে একাদশে রাখা হচ্ছে। তবে তার ওপেনিং সঙ্গী হতে পারেন কেএল রাহুল (KL Rahul)। টেস্ট সিরিজে ওপেনিংয়ে সফলভাবে মানিয়ে নিয়েছেন রাহুল। তার অভিজ্ঞতা ও টেকনিক ভারতের জন্য বড় সম্পদ।

   

তবে বড় চমক হতে চলেছেন তরুণ সাই সুদর্শন। করুণ নায়ার ব্যর্থ হওয়ায় তাঁর জায়গায় সুযোগ পেতে চলেছেন এই প্রতিভাবান বাঁহাতি ব্যাটার। দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন সাই। যদিও টেস্ট অভিষেকেই তিনি ব্যাট হাতে নজর কাড়তে ব্যৰ্থ হয়েছিলেন।

নাম্বার চার ব্যাটিং পজিশনে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) রয়েছেন অনন্য উচ্চতায়। সিরিজে ইতিমধ্যেই ৬০০-র বেশি রান করেছেন, একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন দলকে। তিনিই ভারতের ব্যাটিং মেরুদণ্ড। উইকেটকিপার ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। তার অ্যাগ্রেসিভ ব্যাটিং ও দ্রুত রান তোলার ক্ষমতা দলের বড় ভরসা। পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ব্যাট ও বল দুই দিক থেকেই ম্যাচের মোড় ঘোরাতে পারেন।

প্রথম টেস্টেই বল হাতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছিলেন নিতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ব্যাট হাতেও তিনি কার্যকর। ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে এই তরুণ অলরাউন্ডারকেই পছন্দ করছে টিম ম্যানেজমেন্ট। বোলিং আক্রমণে ভারসাম্য আনতে তিনি বড় ভূমিকা নিতে পারেন।

Advertisements

তিন টেস্টে বাইরে বসার পর এবার কুলদীপ যাদবকে (*Kuldeep Yadav) একাদশে দেখা যেতে পারে। ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে স্পষ্টভাবে সমস্যায় রয়েছেন। সেই সুযোগেই কুলদীপের মতো রিস্ট-স্পিনার টার্নিং পিচে বিরাট প্রভাব ফেলতে পারেন।

দলের প্রধান স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরাহ ফর্মে রয়েছেন এবং কিন্তু এই ম্যাচে তিনি নাও খেলতে পারেন। তার পরিবর্তে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের। সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ, যিনি দুরন্ত লাইন-লেন্থে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ভেঙে দিচ্ছেন বারবার। তরুণ পেসার আকাশ দীপও নজর কেড়েছেন। তার বাউন্স ও গতি ইংল্যান্ডের টপ অর্ডারের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

ভারতের সম্ভাব্য একাদশ : যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নিতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

Indian Cricket Team possible playing XI against England in Manchester Test