স্বাধীনতার পর প্রথম ওয়ানডে কবে খেলেছিল ভারত? কী হয়েছিল ম্যাচের রেজাল্ট?

গোটা দেশজুড়ে বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day 2024) পালন করা হচ্ছে। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল ভারতবর্ষ। স্বাধীনতার পর ভারত…

গোটা দেশজুড়ে বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day 2024) পালন করা হচ্ছে। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল ভারতবর্ষ। স্বাধীনতার পর ভারত একাধিক সাফল্য অর্জন করেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলও যথেষ্ট সাফল্য অর্জন করতে পেরেছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়া ২ বার আইসিসি বিশ্বকাপ খেতাব জয় করেছে। আজ গোটা বিশ্বে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে জেনে নেওয়া যাক যে ভারতীয় ক্রিকেট দল কত সালে প্রথমবার একদিনের ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল। আর সেই ম্যাচের ফলাফলই বা কী হয়েছিল?

Advertisements

এই ‘বিশেষ’ দিনে প্রথম একদিনের ম্য়াচ খেলেছিল টিম ইন্ডিয়া
১৯৭৪ সালের ১৩ জুলাই ভারতীয় ক্রিকেট দল প্রথম একদিনের ক্রিকেট ম্য়াচ খেলতে নেমেছিল। টিম ইন্ডিয়াকে এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হয়েছিল। ইংল্যান্ডের ঐতিহাসিক লিডস স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ব্রিটিশ ব্যাটাররা। এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাইক ডেনেস। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব অজিত ওয়াড়েকরের হাতে ছিল।

   

কেমন ছিল টিম ইন্ডিয়ার পারফরম্যান্স
এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক মাইক ডেনেস টস জিতে ভারতীয় ক্রিকেটারদের প্রথমে ব্যাট করার আহ্বান জানান। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন সুনীল গাভাসকার এবং সুধীর নায়েক। গাভাসকার ৩৫ বলে তিনটে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়ে মোট ২৮ রান করেছিলেন। অন্যদিকে, অজিত ওয়াড়েকর ৮২ বলে ৬৭ রান (১০টি বাউন্ডারি) করেছিলেন। এই ম্যাচে ব্রিজেশ প্যাটেলকে বোলার হিসেবে টিম ইন্ডিয়ায় নেওয়া হলেও, এই ম্য়াচে তিনি সর্বাধিক ৮২ রান করেন। ৫৫ ওভারের এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫৩.৫ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে গিয়েছিল।

কী হয়েছিল ম্যাচের ফলাফল?
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য টিম ইন্ডিয়া ২৬৬ রানের টার্গেট দিয়েছিল। ব্রিটিশ ব্যাটারা ৫১.১ ওভারে ৬ উইকেট হারিয়ে এই টার্গেট হাসিল করে নিয়েছিল। ইংরেজ ক্রিকেটারদের মধ্যে জন অ্যাডরিচ ৯০ রান, টোনি গ্রেড ৪০ রান, কিথ ফ্লেচার ৩৯ এবং ডেভিড লয়েড ৩৪ রানের ইনিংস খেলেন। শেষপর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেটে এই ম্যাচে জয়লাভ করে। ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছিল জন অ্যাডরিচকে।

এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল যে ২৬৫ রান করেছিল, লড়াই করার জন্য় তা নেহাতই মন্দ ছিল না। কিন্তু, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার বোলাররা একেবারে যুতসই পারফরম্যান্স করতে পারেনি। ভারতের হয়ে একনাথ সোলকার এবং বিষেন সিং বেদি দুটো করে উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে মদন লাল এবং শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন একটি করে উইকেট শিকার করেন।