দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর ফের মাঠে ফিরলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও, এবার ঘরোয়া ক্রিকেটের হাত ধরে নতুন করে জাতীয় দলে (Indian Cricket Team) ফেরার লড়াই শুরু করলেন এই পেসার। দলীপ ট্রফিতে (Duleep Trophy) পূর্বাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিরুদ্ধে মাঠে নামার মধ্যে দিয়ে শুরু হল তাঁর ‘কামব্যাক মিশন’।
৩৩ বছরের শামির লক্ষ্য এখন একটাই, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে (2027 World Cup) দেশের জার্সিতে শিরোপা জয়। এই প্রসঙ্গে তিনি সোজাসাপটা বলেন, “একটাই স্বপ্ন বাকি রয়েছে। ২০২৩ সালে খুব কাছাকাছি পৌঁছেছিলাম, কিন্তু হয়তো তখন ভাগ্যে ছিল না। তাই এবার ২০২৭ বিশ্বকাপে খেলতে চাই, এবং কাপ জিততে চাই।”
চেতেশ্বর পুজারা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা ক্রিকেটাররা সম্প্রতি অবসর নেওয়ার পরে শামির ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়। তবে সব জল্পনায় নিজেই জল ঢেলে দিয়েছেন ভারতীয় পেসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবসর নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আমি এখনও খেলতে ভালবাসি। শরীর সাড়া দিচ্ছে। যতদিন সেটা থাকবে, ততদিন লড়াই চালিয়ে যাব। অবসর নিয়ে আমি ভাবিইনি।”
শামির আরও বলেন, “কেউ যদি আমার অবসর চায়, তাহলে তাকে বলতে বলুন সামনে এসে। আমি যদি কারও জীবনে পাথরের মতো হয়ে থাকি, তাহলে সেটা বলুক। যে দিন মনে করব আর ভালো লাগছে না, নিজের থেকেই চলে যাব। তার আগে নয়।”
দলীপ ট্রফিকে ঘিরে শামির প্রস্তুতি ছিল দারুণ। নিজের সাহসপুরের ফার্মহাউসে একটি পিচ বানিয়ে সেখানেই ট্রেনিং করেছেন তিনি। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি তৈরি করেছেন। নির্বাচকদের বার্তা দিয়েছেন পরোক্ষভাবে। আন্তর্জাতিক দলে না খেললেও, ঘরোয়া মঞ্চে লড়াই ছাড়বেন না।
বেঙ্গালুরুতে দলীপ ট্রফির প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে পারফর্ম করাটাই এখন শামির প্রধান লক্ষ্য। কারণ তিনি নিজে জানেন, এখানেই নিজের সামর্থ্য প্রমাণ করতে পারলে ফের জাতীয় দলের দরজা খুলতে পারে।
ঘনিষ্ঠ মহলের খবর, অক্টোবর মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে চান শামি। ওই সিরিজকেই ‘টার্গেট’ করেছেন তিনি। তারপর নভেম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাই-ভোল্টেজ সিরিজ। এর আগে রয়েছে অস্ট্রেলিয়া সফরও, যেখানে ভারত খেলবে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ।
এই পরিস্থিতিতে শামির দলীপ ট্রফিতে পারফরম্যান্স কতটা গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। উত্তরাঞ্চলের হয়ে খেলছেন তরুণ পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা, যাঁরা বর্তমানে নির্বাচকদের রাডারে রয়েছেন। বিশেষ করে এশিয়া কাপ স্কোয়াডেও রয়েছেন তাঁরা। ফলে এই টুর্নামেন্টে শামি-অর্শদীপ-হর্ষিতদের পারফরম্যান্সই হতে পারে আগামী নির্বাচনের ভিত্তি।
Indian Cricket Team pacer Mohammed Shami targets 2027 World Cup eys comeback through Duleep Trophy domestic performance