অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ‘মাস্টারব্লাস্টার’কে টপকে ইতিহাস গড়লেন যশস্বী

ইংল্যান্ড (England) সফরে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) ভাগ্য নির্ধারক টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ওভালে আয়োজিত সিরিজের পঞ্চম টেস্টে ইতিহাস গড়লেন ভারতের…

Indian Cricket Team opener Yashasvi Jaiswal cross Sachin Tendulkar record at Oval Test of Anderson-Tendulkar Trophy against England

ইংল্যান্ড (England) সফরে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) ভাগ্য নির্ধারক টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ওভালে আয়োজিত সিরিজের পঞ্চম টেস্টে ইতিহাস গড়লেন ভারতের তরুণ ক্রিকেটার। ওভালের তৃতীয় দিনের সিরিজের দ্বিতীয় শতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। লিডসে শতরানে সিরিজ শুরু করেছিলেন। এবার ওভালে শতরান করে দুর্দান্তভাবে সিরিজের সমাপ্তি ঘটালেন তিনি। সঙ্গে ভেঙে ফেললেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দীর্ঘদিনের এক রেকর্ড।

মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে, সফরের শুরু ও শেষে দুটি সেঞ্চুরি করার নজির তৈরি করলেন যশস্বী। ভারতের তরুণ ওপেনার ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রে উঠে এসেছেন। সিরিজের প্রথম টেস্টে লিডসে অভিষেক ইনিংসে সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে। যদিও মাঝের কয়েক ইনিংসে রান আসেনি তার ব্যাট থেকে, ওভাল টেস্টে ফের নিজের জাত চেনালেন যশস্বী।

   

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। পরদিন ম্যাচের তৃতীয় দিনে মাত্র ১২৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এই ইনিংসের সময়েই ভেঙে ফেলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের এক রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে কম বয়সে সর্বাধিক হাফসেঞ্চুরি প্লাস ইনিংস খেলার নজির গড়লেন যশস্বী। সচিন এই মাইলফলকে পৌঁছেছিলেন কিছুটা বেশি বয়সে।

ওভালে টেস্টে ভারতের যা অবস্থান, তাতে ম্যাচ জয়ের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে পারে। তৃতীয় দিনের শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ২০০ বেশি রানের। ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৫০+। শত বছর আগে সেই রেকর্ড তৈরি হয়েছিল। তাই ভারত যদি ২৫০ গণ্ডি পার করে, তবে জয় অনেকটাই সুনিশ্চিত হয়ে যেতে পারে।

Advertisements

যশস্বীর খেলার ধরনে অনেকেই সচিন তেন্ডুলকরের ছায়া খুঁজে পান। তবে যশস্বী নিজের মতো করেই এগোতে চান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সচিন স্যারের মতো কিংবদন্তির সঙ্গে তুলনা আমার কাছে গর্বের। তবে আমি নিজের খেলা খেলতে চাই, নিজের রাস্তায় হাঁটতে চাই।”

Indian Cricket Team opener Yashasvi Jaiswal cross Sachin Tendulkar record at Oval Test of Anderson-Tendulkar Trophy against England