এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডকে (England) ৩৩৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে সিরিজে ১-১ থেকেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তৃতীয় টেস্টের (Lords Test) আগে বড় রদবদলের পথে হাঁটছে। লর্ডসের ঐতিহাসিক মাঠে খেলতে নামার আগে ভারতীয় দলে অন্তত তিনটি পরিবর্তন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বাদ পড়তে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, সেই জায়গায় সুযোগ পেতে চলেছেন জসপ্রীত বুমরাহ।পাশাপাশি আরও দু’জন নতুন মুখ।
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ চোট বা ক্লান্তি নয়, বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এজবাস্টন টেস্টে খেলেননি। কিন্তু লর্ডস টেস্টে তার প্রত্যাবর্তন এক প্রকার নিশ্চিত। রবিবার ম্যাচ শেষে অধিনায়ক শুভমন গিল নিজেই জানিয়ে দিয়েছেন, বুমরাহ দলে ফিরছেন। ফলে প্রসিদ্ধ কৃষ্ণের বাদ পড়া একরকম নিশ্চিত। প্রথম দুই টেস্টেই খরচে বেশি, উইকেট কমের কারণেই সমালোচনার মুখে পড়েছিলেন প্রসিদ্ধ।
এজবাস্টনে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছেন আকাশ দীপ। দুই ইনিংসে মোট ১০টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন বিহারের এই পেসার। প্রথম টেস্টেও তিনি বল হাতে ছন্দে ছিলেন। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতেও তার খেলা একপ্রকার নিশ্চিত।
দলে তৃতীয় অলরাউন্ডার হিসেবে নীতীশ কুমার রেড্ডির ভূমিকা কার্যত অদৃশ্য। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে তাকে বল হাতে ব্যবহার করেননি শুভমন। ব্যাট হাতে দুই ইনিংসেই করলেন মাত্র ১ রান করে। ফলে লর্ডসে তার জায়গায় আনা হতে পারে একজন বিশেষজ্ঞ বোলার কুলদীপ যাদব কিংবা অর্শদীপ সিংকে।
কুলদীপের বৈচিত্র্যময় লেগ স্পিন হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে বড় অস্ত্র। অন্যদিকে, বাঁ-হাতি পেসার হিসেবে অর্শদীপ সিং হতে পারেন এক্স-ফ্যাক্টর। তবে উইকেট এবং আবহাওয়ার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
ব্যাটিং অর্ডারেও বদলের সম্ভাবনা আছে। প্রথম টেস্টে শূন্য এবং ২০, দ্বিতীয় টেস্টে ৩১ এবং ২৬ রান করলেও করুণ নায়ারের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। তার জায়গায় দলে ঢুকতে পারেন তরুণ বাঁ-হাতি ব্যাটার বি সাই সুদর্শন। যদিও তিনি প্রথম টেস্টে ব্যাট হাতে তেমন কোন সাফল্য পাননি।যদিও, নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট এখনই করুণের উপর থেকে আস্থা হারাতে চাইছে না। বিকল্প হিসেবে ধ্রুব জুরেল ও অভিমন্যু ঈশ্বরণ স্কোয়াডে থাকলেও তাদের খেলানোর সম্ভাবনা কম।
সম্ভাব্য ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার / সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব / অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ
Indian Cricket Team Likely Playing XI For Lords Test where Prasidh Krishna OUT 3 Players IN