
নতুন বছরের শুরুতেই যেন পরিচিত ছবি। ক্রিজে বিরাট কোহলি মানেই ভারতীয় ড্রেসিংরুমে স্বস্তির নিঃশ্বাস। বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারত জয় পেল ঠিকই, তবে সেই জয়ের পথ মোটেই মসৃণ ছিল না। কোহলির ‘ভিন্টেজ’ ইনিংস, শেষদিকে কেএল রাহুলের দায়িত্বশীল ফিনিশ এবং হর্ষিত রানার চমকপ্রদ ক্যামিও মিলিয়েই কিউয়ি বধে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল (Indian Cricket Team)।
বছরের শুরুতেই দুই প্রাক্তনীর রেকর্ড ভেঙে এই ইতিহাস গড়লেন কোহলি
কোহলির ব্যাটে ভরসা, তাঁর বিদায়ে উদ্বেগ
৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপমুক্ত ছিল না ভারত। রোহিত শর্মা ভালো শুরু করেও ২৬ রানে থামেন। শুভমন গিল হাফসেঞ্চুরি করলেও স্বচ্ছন্দ দেখায়নি তাঁর ব্যাটিং। এমন অবস্থায় আবারও দায়িত্ব নেন বিরাট কোহলি। একের পর এক নিখুঁত শটে তিনি মনে করিয়ে দিলেন, কেন তাঁকে এখনও ভারতীয় ব্যাটিংয়ের ‘প্রাণভোমরা’ বলা হয়।
৯৩ রানে থেমে যায় তাঁর ইনিংস, মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হয় শতরান। তিন ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেও, কোহলির বিদায়ের সঙ্গে সঙ্গেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। এই আশঙ্কাই ভর করেছিল গ্যালারি ও ড্রেসিংরুমে।
মাঝের ওভারে ধাক্কা, শেষবেলায় লড়াই
কোহলির পর দ্রুত ফিরে যান শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে ফেরা আইয়ার অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। কাইল জেমিসনের বাউন্স ও জাকারি ফোকসের মিডিয়াম পেসে ভারতীয় ব্যাটিং কিছুটা নড়বড়ে হয়ে পড়ে। কেএল রাহুলকে নিচে রেখে জাদেজাকে আগে পাঠানো নিয়েও প্রশ্ন ওঠে।
তবে শেষবেলায় ম্যাচের রাশ নিজের হাতে নেন রাহুল। শান্ত মাথায় পরিস্থিতি সামলে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। আর তাঁর সঙ্গে অপ্রত্যাশিত নায়ক হয়ে ওঠেন হর্ষিত রানা।
কলকাতা নয় ভারতেই বিকল্প ভ্যেনুতে খেলবে বাংলাদেশ? সিদ্ধান্ত জানাল BCB
হর্ষিতের অলরাউন্ড ছাপ
ব্যাটে নামার কথা ছিল না এত তাড়াতাড়ি। ওয়াশিংটন সুন্দরের চোটে সাত নম্বরে নামতে হয় হর্ষিত রানাকে। কিন্তু ২৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি কার্যত ম্যাচের চাপ নিউজিল্যান্ডের কাঁধে ঠেলে দেন। এর আগে বল হাতেও নজর কাড়েন হর্ষিত। ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কিউয়িদের দাপট ভাঙেন তিনি। তাঁকে নিয়ে যে সমালোচনা ছিল, মাঠেই তার জবাব দিলেন গম্ভীরের ‘পছন্দের’ এই পেসার।
কিউয়িদের ৩০০, তবু যথেষ্ট নয়
টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে ভারত শুরুতে চাপে পড়েছিল। কনওয়ে, নিকোলস ও ড্যারিল মিচেলের ব্যাটে ৩০০ রানের গণ্ডি ছোঁয় নিউজিল্যান্ড। মিচেলের ৮৪ রানের ইনিংস আলাদা করে চোখে পড়ে। তবে শেষ পর্যন্ত সিরাজ, প্রসিদ্ধ ও হর্ষিতের নিয়ন্ত্রিত বোলিংয়ে তার বেশি দূর এগোতে পারেনি কিউয়িরা।
সিরিজে এগিয়ে ভারত
বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি? BCCI সঙ্গে বৈঠকে জয় শাহ
শিশিরভেজা বরোদার পিচে ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ফেলেও নিউজিল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় তুলে নেয় ভারত। নতুন বছরের শুরুতেই ‘ভিন্টেজ’ কোহলি, উদীয়মান হর্ষিতের সাহসী ক্যামিও এবং ঠান্ডা মাথার ফিনিশ। সব মিলিয়ে আত্মবিশ্বাস নিয়েই সিরিজের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে ভারত।
Prevailing in a thriller! 👏
A victory by 4⃣ wickets for #TeamIndia to take a 1⃣-0⃣ lead in the three-match series 🥳
Scorecard ▶️ https://t.co/OcIPHEpvjr#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/1pT7kPjsU3
— BCCI (@BCCI) January 11, 2026










