ইতিহাস ফিরে আসে তাদের হাত ধরেই, যাঁরা ধৈর্য, প্রতিভা ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হন। লর্ডসের (Lords Test) সবুজ গালিচায় ঠিক এমন ভাবেই নিজের নাম দ্বিতীয়বারের জন্য সোনার হরফে লিখিয়ে রাখলেন ভারতীয় (Indian Cricket Team) ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে (Third Test) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত শতরান করে লর্ডসের অনার্স বোর্ডে দ্বিতীয়বার নিজের নাম তুললেন তিনি।
ভারতের ইনিংস যখন মাঝপথে, ৩৮৭ রানের জবাবে প্রথম সারির ব্যাটাররা ফিরে গিয়েছেন সাজঘরে। তখন একপ্রান্তে অবিচল ছিলেন কেএল রাহুল। দ্বিতীয় দিনের শেষে ৫৩ রানে অপরাজিত থেকে শুরু করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের পরেই নিজের কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। লর্ডসে এটি তাঁর দ্বিতীয় শতরান—এই ঐতিহাসিক ভেন্যুতে একাধিক শতরানের নজির ভারতীয়দের মধ্যে শুধু দিলীপ বেঙ্গসরকরেরই ছিল এতদিন। তিনি করেছিলেন তিনটি সেঞ্চুরি। রাহুল সেই তালিকায় দ্বিতীয় নাম, সময় বলবে তিনি বেঙ্গসরকরের কীর্তিও ছুঁয়ে ফেলতে পারেন কি না।
রাহুলের ইনিংসটি ছিল ক্লাসিক্যাল টেস্ট ব্যাটিংয়ের আদর্শ উদাহরণ। শুরুতে বল ছেড়ে, পরে স্ট্রোক খেলে, প্রয়োজন অনুযায়ী গিয়ার বদলে খেলেছেন। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, করুণ নায়াররা একে একে ফিরে গেলেও রাহুল দৃঢ় ছিলেন নিজের জায়গায়। ঋষভ পন্থের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। তবে দুর্ভাগ্যবশত পন্থ রান আউট হয়ে ফিরে যান ৭৪ রানে, যেটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
লাঞ্চের আগে মাত্র দু’রান দূরে ছিলেন শতরান থেকে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই পন্থের রান আউটের ফলে বিরতি নেয় আম্পায়াররা। লাঞ্চের ঠিক পরেই, জোফ্রা আর্চারের বলে শর্ট রান নিয়ে কাঙ্ক্ষিত শতরান পূর্ণ করেন রাহুল। মাঠজুড়ে তখন শুধুই করতালির শব্দ। ২০২১ সালের পর ফের একবার লর্ডসে শতরান, ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য সংযোজন।
রাহুলের এই ইনিংস শুধু পরিসংখ্যানেই সমৃদ্ধ নয়, দলের প্রয়োজনে সঠিক সময়ের সঠিক প্রতিক্রিয়া হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে। অফস্পিনার সোয়েব বশিরের বলে কভার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়ে আউট হওয়ার আগে করেন ১০০ রান।
বল হাতে দ্বিতীয় দিন দাপট দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। কেরিয়ারের ১৫তম ফাইফার তুলে নিয়েছেন তিনি, বিদেশের মাটিতে এটি তাঁর ১৩তম। লর্ডসের বোলিং অনার্স বোর্ডে এটিই বুমরার প্রথম নামলেখা। ভারতীয় ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটা এক ঐতিহাসিক টেস্ট, যেখানে ব্যাট এবং বল দু’দিকেই অনার বোর্ডে জায়গা করে নিলেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
লর্ডসের মন্থর পিচে যেখানে সবারই সমস্যা হচ্ছিল, সেখানে রাহুলের এই ইনিংস আরও গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বোলাররা বাড়তি গতি ও বাউন্স আদায় করতে ব্যর্থ হলেও, ভারতের ব্যাটাররা দেখিয়ে দিয়েছেন কীভাবে অ্যাডজাস্ট করে ধৈর্যের পরীক্ষায় সেরা হওয়া যায়।
💯 runs
1⃣7⃣7⃣ deliveries
1⃣3⃣ foursA knock of patience and composure from @klrahul ✨
Updates ▶️ https://t.co/X4xIDiSUqO#TeamIndia | #ENGvIND pic.twitter.com/Rde8gXhF5a
— BCCI (@BCCI) July 12, 2025
Indian Cricket Team KL Rahul second century at the Lords Test