ইংল্যান্ড সফরের আগে দুরন্ত ফর্মে ক্ষুদে কোটিপতি, প্রত্যাশা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের

Indian Cricket Team junior star Vaibhav Suryavanshi

ইংল্যান্ড সফরের আগে যেন রীতিমতো আগুন ঝরাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ভারতীয় অনূর্ধ্ব–১৯ দলে (Indian Cricket Team) জায়গা পাওয়া এই বিস্ময় প্রতিভা একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন নির্বাচকদের থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও। আইপিএলে শতরানের পর এবার প্রস্তুতি ম্যাচে মাত্র ৯০ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের প্রতিভার জানান দিলেন বিহারের এই তরুণ ব্যাটার।

বৈভব বর্তমানে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে চূড়ান্ত অনুশীলনে। ইংল্যান্ড সফরের আগে গোটা দল সেখানে ঘাম ঝরাচ্ছে। সেখানেই আয়োজিত একটি প্রস্তুতি ম্যাচে রীতিমতো ঝড় তুলতে দেখা গিয়েছে বৈভবকে। মিড উইকেট, পয়েন্ট, কভার, লং অন—মাঠের সব প্রান্ত থেকে ছয় আর চার মেরে তৈরি করে ফেলেছেন এক অনবদ্য ইনিংস। তাঁর এই ইনিংসের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

   

আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ, করেছেন ২৫২ রান। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একাধিক ঝোড়ো ইনিংস। বিশেষ করে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁর শতরান ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস বহু সমর্থকের মনে দাগ কেটেছে।

ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব–১৯ দল খেলবে পাঁচটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ। সেই দলেই রয়েছেন বৈভব। দলের অধিনায়ক আয়ুষ মাত্রে। দু’জনেই ওপেনার হিসেবে ইংল্যান্ড সফরে মাঠে নামবেন। তাই প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে মঞ্চ প্রস্তুত করে নিচ্ছেন তারা। বিশেষ করে বৈভব নিজের ব্যাটিং ফর্মের মাধ্যমে ইংলিশ বোলারদের জন্য একটি বার্তা পাঠিয়ে দিয়েছেন আগেভাগেই।

বৈভব সূর্যবংশীর ক্রিকেট জীবনের শুরুটা হয়েছিল অনেক আগে। মাত্র ১৩ বছর বয়সে অনূর্ধ্ব–১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে সকলের নজরে আসেন। সেই সময় থেকেই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৪ সালে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে ৫ ইনিংসে করেছিলেন ১৭৬ রান, গড় ছিল প্রায় ৪৪। বর্তমানে সেই পরিসংখ্যান আরও উজ্জ্বল করে তুলছেন বৈভব।

রাজস্থান রয়্যালস তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় আইপিএলে দলে নেয়, এবং সেই প্রত্যাশার মর্যাদা দিতে শুরু করেছেন তিনি। এখন ইংল্যান্ড সফরে সেই ছন্দ অব্যাহত রাখতে পারলে, বৈভব সূর্যবংশীর জন্য জাতীয় দলের দরজাও খুলে যেতে পারে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।

বৈভবের শক্তি তাঁর আক্রমণাত্মক মনোভাব এবং শট খেলার পরিধি। স্পিন হোক বা পেস, প্রত্যেক বোলারকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন তিনি। শট সিলেকশন, টাইমিং, আর স্ট্রাইক রোটেশন—সব ক্ষেত্রেই নজরকাড়া পারফরম্যান্স দিচ্ছেন তিনি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বৈভবের প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরা। অনেকেই বলছেন, “এই ছেলে ভারতের ভবিষ্যৎ। কোহলি-রোহিতদের উত্তরসূরি হতে পারে বৈভবই।” যদিও এখনও অনেক পথ চলা বাকি, তবুও তাঁর মধ্যে যে প্রতিভা রয়েছে, তা নিঃসন্দেহে চোখে পড়ছে সবার।

আগামী ২৪ জুন থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব–১৯ দলের ইংল্যান্ড সফর। আর তার আগে বৈভব সূর্যবংশীর এমন অনবদ্য ফর্ম দলের জন্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক। এখন শুধু অপেক্ষা, বিদেশের মাটিতে ভারতের জার্সি গায়ে বৈভব সূর্যবংশী কতটা আগুন ছড়াতে পারেন, সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleBengal Pro T20 লীগ সিজেন ২ ফ্রী’তে কোথায় দেখবেন? জেনে নিন
Next article‘আমি রয়্যাল চ্যালেঞ্জ খাইনা’ বলে ফ্রাঞ্চাইজি কেনার গুজব ওড়ালেন শিব কুমার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।