ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) অন্যতম সফল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwi)। অবশেষে আইপিএল (IPL) থেকেও অবসর (Retirement) ঘোষণা করলেন দক্ষিণী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ থেকেও নিজের বিদায়ের কথা জানালেন তিনি। বুধবার সকালে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2025) দিনটিকে বেছে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আবেগঘন পোস্টে ঘোষণা করেন অশ্বিন।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপে কড়া বার্তা দিয়ে ফেডারেশনকে শাস্তির হুমকি দিল FIFA
সেই পোস্টে অশ্বিন লেখেন, “বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। ওঁরা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি।”
Special day and hence a special beginning.
They say every ending will have a new start, my time as an IPL cricketer comes to a close today, but my time as an explorer of the game around various leagues begins today🤓.
Would like to thank all the franchisees for all the…
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 27, 2025
এই ঘোষণার পরই স্পষ্ট হয়, অশ্বিন হয়ত এবার বিদেশি টি২০ লিগে খেলতে প্রস্তুত হচ্ছেন। কারণ বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যারা আইপিএল বা ঘরোয়া প্রতিযোগিতায় যুক্ত থাকেন, তারা বিদেশি লিগে অংশ নিতে পারেন না। ফলে আইপিএল থেকে সরে দাঁড়ানো মানে তার সামনে সেই দরজা খুলে যাওয়া।
২০০৮ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে যাত্রা শুরু করেছিলেন অশ্বিন। এরপর দীর্ঘ ১৭ বছরের আইপিএল ক্যারিয়ারে তিনি খেলেছেন রাইজিং পুণে সুপারজায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং সর্বশেষে চেন্নাই সুপার কিংসে। আইপিএলে তার নামের পাশে রয়েছে ২২১ ম্যাচে ১৮৭ উইকেট। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান। ২০১০ ও ২০১১ সালে চেন্নাইয়ের আইপিএল জয়েও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
তবে ক্যারিয়ারের শেষদিকে আইপিএলে অশ্বিনের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। গত মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯.৭৫ কোটি টাকায় কেনা হলেও, তিনি মাত্র ৯ ম্যাচে ৭টি উইকেট নিতে সক্ষম হন। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাকে ঘিরে সমালোচনা শুরু হয় মাঠের বাইরেও।
অন্তর্দ্বন্দ্ব, পারফরম্যান্সের চাপ এবং ভবিষ্যতের নতুন লক্ষ্য। সব মিলিয়েই অশ্বিনের এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিকেট মহল। অনেকেই মনে করছেন, দক্ষিণ আফ্রিকার SAT20, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড বা আরব আমিরাতের ILT20-তে অশ্বিনকে শীঘ্রই দেখা যেতে পারে। ঠিক যেমনভাবে সাম্প্রতিক সময়ে দীনেশ কার্তিক বিদেশি লিগে খেলেছেন।
অশ্বিন ২০২৪ সালের ডিসেম্বরে বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট, ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট এবং ৬৫টি টি২০-তে ৭২ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই অলরাউন্ডার আইপিএলেও ছিলেন অত্যন্ত ধারাবাহিক। আইপিএলকে বিদায় জানিয়ে এখন নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
Indian Cricket Team greatest players Ravichandran Ashwin retirement from IPL on Ganesh Chaturthi 2025