আহমেদাবাদে (Ahmedabad Test) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই একতরফা দাপট দেখাল ভারত (Indian Cricket Team)। বল হাতে চমক দেখালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরাহ। ব্যাট হাতে হাল ধরলেন কেএল রাহুল (KL Rahul)। দিন শেষে স্পষ্ট হয়ে গেল ম্যাচে সুবিধাজনক জায়গায় শুভমন গিলের ভারত (India Cricket News)।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ (Bengali Sports News)। কিন্তু সিদ্ধান্তটা আদৌ সঠিক ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে চতুর্থ ওভারে প্রথম উইকেট পড়ার পরই। সিরাজের সিম মুভমেন্ট আর বুমরাহর নিখুঁত লাইন-লেন্থে কুপোকাত ক্যারিবিয়ানরা। মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। সিরাজ তুলে নেন ৪ উইকেট, বুমরাহ ৩টি, কুলদীপ ২টি এবং সুন্দর ১টি উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এতটাই দুর্বল ছিল যে দুটি সেশন পর্যন্তও টিকতে পারেনি তারা। গ্রিভস ও হোপ ছাড়া কেউই তেমন রান করতে পারেননি। বিশেষত, ব্রেন্ডন কিং ও ত্যাগনারায়ণ চন্দ্রপলের উইকেট ছিল ভারতীয় পেসারদের দক্ষতার নিদর্শন। সিরাজের এক বল অফস্টাম্পের বাইরে পড়ে ফিরে এসে মিডল স্টাম্প ভেঙে দেয় কিংয়ের। বুমরাহও তাঁর ঘরানার ইয়র্কারে গ্রিভসকে ফিরিয়ে দেন।
জবাবে ভারতের শুরুটা ছিল সতর্ক। ওপেনিংয়ে নামেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। প্রথমে ধৈর্যের সঙ্গে খেললেও, বৃষ্টির পর খেলার ধরন বদলান তাঁরা। কিছুটা আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান যশস্বী (৩৬)। অফস্টাম্পের বাইরের বলে অযথা খোঁচা দিয়ে ক্যাচ দেন উইকেটকিপার হোপের হাতে।
তৃতীয় ব্যাটার হিসাবে নামেন সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের হয়ে এই মাঠেই নিয়মিত খেলেন তিনি। তবু ‘হোম গ্রাউন্ড’ যেন তাঁকে সাহায্য করতে পারল না। চেজের এক বল তাঁর পায়ে লাগে এবং আম্পায়ার এলবিডব্লিউ দেন। মাত্র ৭ রান করে ফিরে যান সুদর্শন। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ড সফরে হতাশ করেছিলেন, দেশের মাটিতে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন।
তবে সব ব্যর্থতার মাঝেও একাই দাঁড়িয়ে রইলেন কেএল রাহুল। তাঁর ইনিংসে ধৈর্য ও পরিণত ব্যাটিংয়ের ছাপ স্পষ্ট। হ্যামস্ট্রিংয়ে টান ধরলেও মনঃসংযোগে এতটুকু ঘাটতি আসেনি। ১০১ বলে ফিফটি পূর্ণ করে তিনি বুঝিয়ে দেন, নিজের জায়গা ফিরে পেতে কতটা মরিয়া তিনি। দিন শেষে তিনি ৫৩* রানে অপরাজিত। তাঁর সঙ্গে রয়েছেন অধিনায়ক শুভমন গিল (১৮*)।
ভারতের রান ১২১/২। প্রথম ইনিংসে আর মাত্র ৪১ রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে ৮ উইকেট। এই অবস্থায় ভারতের দিকেই ম্যাচ হেলে রয়েছে। দ্বিতীয় দিনে বড় রানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে গিলদের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে জেডেন সিলেস ছাড়া বলার মতো কিছুই নেই। শামার ও আলজারি জোসেফের না থাকা আরও স্পষ্ট করে দিচ্ছে ক্যারিবিয়ান দলের দুর্বলতা। বাকি সিরিজেও তাদের পক্ষে লড়াই করা কঠিন হতে চলেছে।
আহমেদাবাদের পিচ এবং মেঘলা আবহাওয়ার সুবিধা নিয়েই প্রথম দিনেই ভারত যা চায়, তা পেয়েছে। বোলিংয়ে সিরাজ-বুমরাহর ছকভাঙা সাফল্য, ব্যাটিংয়ে রাহুলের নান্দনিকতা—সব মিলিয়ে প্রথম দিনের শেষে ম্যাচে দারুণ জায়গায় ভারত।
That’s Stumps on Day 1!
KL Rahul (53*) leads the way for #TeamIndia as we reach 121/2 👍
Captain Shubman Gill (18*) is in the middle with him 🤝
Scorecard ▶️ https://t.co/MNXdZceTab#INDvWI | @klrahul | @ShubmanGill | @IDFCFIRSTBank pic.twitter.com/BCfpGs7OV7
— BCCI (@BCCI) October 2, 2025
Indian Cricket Team dominantes first day of Test match against West Indies at Ahmedabad Test