তিন মহাদেশে পাঁচবার মহাযুদ্ধ! কবে কোথায় মুখোমুখি ভারত-পাক? দেখুন

indian-cricket-team-clash-in-2026-india-vs-pakistan

ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই নিয়ে নতুন উত্তাপ তৈরি হচ্ছে। ২০২৫ সালে একাধিক টুর্নামেন্টে ভারতীয় দলের (Indian Cricket Team) একতরফা দাপটের পর এবার ২০২৬ সালে আবারও মাঠে দেখা যাবে ‘চিরশত্রু’ দুই দেশের লড়াই। সূত্রের খবর, নতুন বছরে ভারত ও পাকিস্তান সর্বোচ্চ পাঁচবার মুখোমুখি হতে পারে, যার মধ্যে দুইটি ম্যাচ নিশ্চিত।

জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত ভারতীয় দলের নয়া কোচ

   

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: যুবাদের লড়াই শুরু বছরেই

২০২৬ সালের শুরুতে আয়োজিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, অনুষ্ঠিত হবে জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। ভারতের দল গ্রুপ ‘এ’তে থাকলেও পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’তে। ফলে লিগ বা সুপার সিক্স পর্বে দু’দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তবে সেমিফাইনাল বা ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর যুব এশিয়া কাপের বদলা নেওয়ার জন্য ভারতীয় দল তরতাজা অবস্থায় মাঠে নামবে।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি

ভারত গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ২০২৬ সালের টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং একই গ্রুপে রয়েছে পাকিস্তান। প্রথম মুখোমুখি লড়াই হবে ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কায়। শুধু লিগ পর্ব নয়, সেমিফাইনাল বা ফাইনালেও দেখা দিতে পারে ভারত-পাকিস্তানের লড়াই।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ১৪ জুন এজবাস্টনে

মহিলাদের ক্রিকেটেও উত্তাপ কম নেই। হরমনপ্রীত কৌরদের নেতৃত্বাধীন ভারত প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মুখিয়ে। পাকিস্তানও একই গ্রুপে আছে। মুখোমুখি লড়াই নিশ্চিত ১৪ জুন, ইংল্যান্ডের এজবাস্টনে। এছাড়া সেমিফাইনাল বা ফাইনালে ফের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য পাঁচটি লড়াই

মোট তিনটি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। নিশ্চিত দুইটি ম্যাচ লিগ পর্বের, বাকি তিনটি ম্যাচ অনিশ্চিত, নির্ভর করবে প্রতিযোগিতার পারফরম্যান্সের ওপর। এছাড়া সেপ্টেম্বরে এশিয়ান গেমস থাকছে, সেখানে দু’দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও এখনও সূচি প্রকাশিত হয়নি।

অতীতের বিতর্ক ছুঁয়ে যায় উত্তাপ

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও জবাবি অপারেশন ‘সিঁদুর’ পর ভারত-পাক ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে। গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদবরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি, ট্রফিও পাকিস্তানি চেয়ারম্যানের হাত থেকে নেননি। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। সব মিলিয়ে ক্রিকেট কোর্টেও উত্তাপ তৈরি হয়েছে। ২০২৬ সালে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকছে ভারত-পাকিস্তানের সম্ভাব্য পাঁচটি লড়াইয়ে, যেখানে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তেজনাপূর্ণ হওয়ার আশা রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন