লর্ডসের (Lords Test) ঐতিহাসিক মাঠে শেষ দিনের শেষ সেশনে ভারতের (Indian Cricket Team) হারের তিক্ততা ছুঁয়ে গেল সমর্থকদের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ২২ রানে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত। তবে রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের হার-না-মানা লড়াই ভারত অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) প্রশংসা কুড়িয়েছে। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে তিনি হারের পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন।
ম্যাচ শেষে সঞ্চালক মাইক আথারটনের প্রশ্নে শুভমন জাডেজা, বুমরাহ এবং সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জাডেজা, বুমরাহ এবং সিরাজের ব্যাটিংয়ে আমি গর্বিত। পাঁচ দিন ধরে আমরা লড়াকু ক্রিকেট খেলেছি। শেষ সেশনে শেষ উইকেট পর্যন্ত লড়াই যখন গড়ায়, তখন তার তীব্রতা বোঝা যায়। আমরা রান তাড়া করতে আত্মবিশ্বাসী ছিলাম।” জাডেজার একক লড়াই এবং টেলএন্ডারদের সঙ্গে তাঁর দীর্ঘ সময়ের জুটি ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।
হারের কারণ হিসেবে শুভমন টপ অর্ডারের ব্যর্থতা এবং প্রথম ইনিংসে লিড নিতে না পারার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “সোমবার সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব। অনেকের ব্যাট করা বাকি ছিল। কিন্তু ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলল, তাতে মনে হয় টপ অর্ডারে অন্তত দুটো ৫০ রানের জুটি হলে ম্যাচটা বের করে ফেলতে পারতাম। সেটা পারিনি। ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে।”
শুভমন আরও জানান, প্রথম ইনিংসে ৮০-১০০ রানের লিড পাওয়া গেলে ভারত অনেক ভালো অবস্থানে থাকত। তিনি বলেন, “পঞ্চম দিনে লর্ডসে ১৫০-২০০ রান তাড়া করা কঠিন, এটা আমরা জানতাম। তাই অন্তত ৮০ রানের লিড চেয়েছিলাম। চতুর্থ দিনের শেষ ঘণ্টায় আমরা খুব খারাপ ব্যাটিং করেছি। বিশেষ করে শেষ দুটো উইকেট পড়া একেবারেই উচিত হয়নি। পঞ্চম দিনের সকালে একটা ৫০ রানের জুটি হলেই আমরা অনেক ভালো জায়গায় থাকতাম।”
পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়লেও শুভমন আশাবাদী। তিনি বলেন, “সিরিজের স্কোরকার্ড সবসময় আসল চিত্র তুলে ধরে না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। বাকি সিরিজে আরও ভালো খেলব।” জাডেজার প্রশংসায় তিনি বলেন, “জাডেজা অভিজ্ঞ ক্রিকেটার। তাকে আলাদা বার্তা দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা চেয়েছিলাম টেলএন্ডারদের নিয়ে যতটা সম্ভব ব্যাট করুক। সে সেটা পেরেছে।”
বুমরাহের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে শুভমন সংক্ষেপে বলেন, “সময় হলেই জানতে পারবেন।” বুমরাহ ইতিমধ্যে দুটি টেস্ট খেলেছেন এবং ম্যাঞ্চেস্টারের পরবর্তী টেস্টে তাঁর অংশগ্রহণ নিয়ে স্পষ্ট কিছু জানাননি অধিনায়ক। লর্ডসের হার ভারতীয় শিবিরে হতাশা এনেছে, তবে শুভমনের কথায় আশার আলো। জাডেজা-বুমরাহের লড়াই এবং দলের প্রতিশ্রুতি সিরিজের বাকি ম্যাচগুলোতে ভারতকে ফিরে আসার প্রেরণা দেবে। সমর্থকরা এখন অপেক্ষায়, কীভাবে ভারত পরবর্তী টেস্টে ঘুরে দাঁড়ায়।
Indian Cricket Team captain Shubman Gill said top order failure to lack of lead for Lords Test Loss