Rohit Sharma: টি টোয়েন্টি ক্রিকেটের সিংহাসনে বসলেন রোহিত শর্মা

Rohit Sharma

টি টোয়েন্টি ক্রিকেটের আসরে বর্তমানে সর্বাধিক রান সংগ্রাহক ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম‍্যাচে খেলাকালীণ এই নজির গড়েছেন তিনি।

Advertisements

ভারতের ইনিংসের তখন আট নম্বর ওভার চলছে। সংশ্লিষ্ট ওভারে লং অনে মহম্মদ নাওয়াজ’কে ছক্কা মারার মধ্যে দিয়ে এই রেকর্ড গড়েন তিনি।এই ছক্কা তাকে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে পরিচিতি দিলো ক্রিকেটের কুড়ি বিশের ফর্ম‍্যাটে।

এখনও অবধি টি টোয়েন্টি ক্রিকেটে মোট ১৩৩ টা ম‍্যাচ খেলেছেন রোহিত শর্মা। সেখানে ৩২.১০ গড়ে তিনি করেছেন ৩৪৯৯ রান, ১২৫ ইনিংসে।আছে চারটি সেঞ্চুরি এবং ২৭ টা হাফ সেঞ্চুরি।সর্বোচ্চ স্কোর ১১৮।

Advertisements

এই রেকর্ড গড়ার ক্ষেত্রে রোহিত ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গুপ্টিলের রেকর্ড।বর্তমানে টি ২০ ফর্ম‍্যাটে গুপ্টিলের সংগ্রহের রান সংখ্যা ৩,৪৯৭ রান।তালিকা পরবর্তী স্থান গুলো’তে আছেন ভারতের বিরাট কোহলি, আয়ারল্যান্ডের পল স্টার্লিং, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং পাকিস্তানের বাবর আজম।

এদিকে এশিয়া কাপে পাকিস্তান’কে ৫ উইকেটে হারানোর মধ্যে দিয়ে দারুণ ভাবে শুরুয়াত করেছে ভারত।বুধবার হংকংয়ের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া, টুর্নামেন্টের পরবর্তী ম‍্যাচে।