অবসরের পরও আইসিসি’র প্রোমোতে ‘হিটম্যান’! বাড়ছে প্রত্যাবর্তনের জল্পনা

বিশ্ব ক্রিকেটের মঞ্চে আবারও নতুন করে আলোচনায় রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৭ একদিনের বিশ্বকাপ (2027 World Cup) পর্যন্ত কি তিনিই ভারতের (Indian Cricket Team) অধিনায়ক…

Indian Cricket Team capatin Rohit Sharma leadership speculation ICC poster 2027 World Cup return ODI England Tour

বিশ্ব ক্রিকেটের মঞ্চে আবারও নতুন করে আলোচনায় রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৭ একদিনের বিশ্বকাপ (2027 World Cup) পর্যন্ত কি তিনিই ভারতের (Indian Cricket Team) অধিনায়ক হিসেবে থাকবেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। সেই প্রশ্নে নতুন করে উসকানি দিয়েছে আইসিসি’র (ICC) এক সাম্প্রতিক পোস্টার, যেখানে ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের প্রোমোশনাল গ্রাফিকে রোহিত শর্মার ছবিকে সামনে রাখা হয়েছিল।

তবে এতেই থেমে থাকেনি জল্পনা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেওয়া রোহিতের ছবিকে টি-টোয়েন্টি সিরিজের প্রোমোতেও জায়গা দেওয়া। এটা নিছক ভুল না পরিকল্পিত বার্তা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যেহেতু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হিটম্যান ঘোষণা করেছিলেন, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলবেন না।

   

ইংল্যান্ডে ২০২৬ সালের জুলাই মাসে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ১ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সফরেই রোহিত শর্মার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তিনি আবারও নেতৃত্ব দিতে পারেন বলে বোর্ড সূত্রের খবর। প্রথম ওয়ানডে ১৪ জুলাই এজবাস্টনে, পরের দু’টি যথাক্রমে ১৬ এবং ১৯ জুলাই। এই সিরিজেই হয়ত রোহিত নিজের ভবিষ্যতের দিকটা কিছুটা স্পষ্ট করতে পারেন।

আইসিসি’র সেই ভাইরাল পোস্টারে দেখা যায়—হ্যারি ব্রুকের পাশে রয়েছেন রোহিত শর্মা। দু’জনেই যেন ইংল্যান্ড-ভারতের মুখোমুখি লড়াইয়ের প্রতীক হিসেবে হাজির। অথচ রোহিত তো টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, ফলে ব্রুকের সঙ্গে তাঁকে রাখা একপ্রকার অস্বাভাবিকই বলা চলে। বিশ্লেষকদের মতে, ওয়ানডে সিরিজের কথা মাথায় রেখেই রোহিতকে সামনে এনেছে আইসিসি। কিন্তু পুরো সিরিজকে একসঙ্গে প্রোমোট করতে গিয়ে এমন ভুল করেছে কি না, তা নিয়েও চলছে বিতর্ক।

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের আগে ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, “পারফর্ম করতে পারলে বয়স কেবল একটি সংখ্যা।” এই মন্তব্যও অনেকে রোহিত শর্মার ভবিষ্যৎ নেতৃত্বের আভাস হিসেবে দেখছেন। ৩৮ কাছাকাছি বয়স হলেও রোহিতের ফর্ম ও ফিটনেস থাকলে ২০২৭ বিশ্বকাপে তিনিই হতে পারেন ভারতের অধিনায়ক। এমনই মত নেটিজেনদের একাংশের।

Advertisements

রোহিতের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন নেই। ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। এরপরেই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন ‘হিট ম্যান’। ২০২৫ সালের মাঝামাঝি লাল বলের ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। এখন বাকি কেবল ওয়ানডে।

বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ হতে পারে রোহিত শর্মার জন্য ২০২৭ বিশ্বকাপের ট্রায়াল। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে, অধিনায়কত্বে তাঁর জায়গা পাকাপোক্ত হতে পারে। নতুন কোচিং স্টাফ ও নির্বাচকরা হয়তো এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। অভিজ্ঞতা ও স্ট্যাবিলিটির দিক থেকে রোহিত এখনও সেরা পছন্দ।

Indian Cricket Team capatin Rohit Sharma leadership speculation ICC poster 2027 World Cup return ODI England Tour