তোলপাড় ক্রিকেটদুনিয়া, হটাৎ কী হল? ‘হিটম্যান’কে তলব করল BCCI

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে বড় চ্যালেঞ্জের মুখে ভারতের এক দিনের দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁকে তলব…

Yograj Singh slams Indian Cricket Team captain Rohit Sharma critics and urged him to play international cricket for five more years

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে বড় চ্যালেঞ্জের মুখে ভারতের এক দিনের দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁকে তলব করেছে আগামী ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (COE)। মূল লক্ষ্য একটাই, ফিটনেস পরীক্ষা। সফল হলে তবেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন ওয়ানডে (ODI) সিরিজে খেলতে পারবেন রোহিত।

দাপুটে জয়ে মশাল জ্বালিয়ে সুপার সিক্সের পৌঁছল ইস্টবেঙ্গল

   

গত আইপিএলের পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত। এর মাঝে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই তাঁর মনোযোগ। তবে দীর্ঘ বিরতির পর সরাসরি দলে ফিরতে না দিয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কঠোর ফিটনেস পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে তাঁর শারীরিক প্রস্তুতি।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষায় রোহিতকে ‘ব্রঙ্কো টেস্ট’ অংশ নিতে হবে। এটি একটি উচ্চ মানের ফিটনেস পরীক্ষা, যা ইংল্যান্ড সিরিজের পর থেকেই ভারতীয় দলের জন্য চালু করেছেন হেড কোচ গৌতম গম্ভীর। এই পরীক্ষায় দৌড়, স্ট্যামিনা, রিফ্লেক্স ও কন্ডিশনিং উপর আলাদা করে গুরুত্ব দেওয়া হয়।

বিসিসিআইয়ের এক সিনিয়র কর্তা জানিয়েছেন, “হ্যাঁ, রোহিতকে ১৩ সেপ্টেম্বর থেকে তিনদিন বেঙ্গালুরুর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেতে থাকতে বলা হয়েছে। ওখানে শুধু ফিটনেস নয়, প্রয়োজনে ব্যাটিং অনুশীলনও করতে পারবে। অস্ট্রেলিয়া সফরের আগে এটাই তার চূড়ান্ত প্রস্তুতি হবে।”

অধিনায়কের হ্যাটট্রিকে জয় দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু ভারতের

১৩ সেপ্টেম্বর যখন রোহিত সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করবেন, তখনই সেখানে চলছে দলীপ ট্রফির ফাইনাল (১১–১৫ সেপ্টেম্বর)। তবে বোর্ড জানিয়েছে, একাধিক মাঠ ও পর্যাপ্ত পরিকাঠামোর কারণে কোনও সমস্যা হবে না। “রোহিতের জন্য আলাদা মাঠে ফিটনেস টেস্টের আয়োজন করা হবে,” জানিয়েছেন এক আধিকারিক।

রোহিতকে তলব করা হলেও, এই মুহূর্তে বিরাট কোহলিকে ডাকেনি বিসিসিআই। যদিও তিনিও সম্প্রতি অনুশীলন শুরু করেছেন এবং বোর্ডের নজরেও রয়েছেন। বোর্ড সূত্রে বলা হয়েছে, “রোহিতের ফিটনেস রিপোর্ট হাতে আসার পর বিরাটের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।”

Advertisements

‘২০১৮ সালে অবসর…’ শামির অজানা গল্প ফাঁস করলেন প্রাক্তন ভারত কোচ

ওয়ানডে দলে প্রত্যাবর্তনের আগে রোহিত ও বিরাট দু’জনেই সম্ভবত ভারত ‘এ’ দলের হয়ে খেলতে পারেন। ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ রয়েছে। এই ম্যাচগুলোই হতে পারে তাঁদের প্রস্তুতির মঞ্চ।

ফিটনেস টেস্টের আগে নিজেকে প্রস্তুত করতে ইতিমধ্যেই ঘাম ঝরাচ্ছেন রোহিত শর্মা। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্যাটিং ও ফিজিকাল ট্রেনিং চলছে। গত দুই সপ্তাহ ধরে নিয়মিত জিম, দৌড় এবং স্পেশাল ডায়েট মেনে চলছেন ৩৮ বছরের এই ক্রিকেটার।

আড়াই কোটিতে বিক্রি কিংবদন্তি ক্রিকেটারের টুপি, স্থান পেল জাদুঘরে

এদিকে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের দল ৪ সেপ্টেম্বর দুবাইয়ে একত্রিত হবে এশিয়া কাপের জন্য। বোর্ড জানিয়েছে, খেলোয়াড়রা নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাইয়ে পৌঁছবেন, কেন্দ্রীয়ভাবে মুম্বই থেকে নয়। ৫ সেপ্টেম্বর প্রথম নেট সেশন হবে আইসিসি অ্যাকাডেমিতে।

রোহিতের ফিটনেস টেস্ট শুধুই একটা আনুষ্ঠানিকতা নয়। এটি হতে চলেছে তাঁর ওয়ানডে কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রস্তুতি চলছে, নজর রাখছে গোটা দেশ। এখন দেখার, এই পরীক্ষায় পাশ করে আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন কিনা ‘হিটম্যান’।

Indian Cricket Team capatin Rohit Sharma faces BCCI fitness test before ODI return key challenge ahead of Australia Series

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News