ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বর্তমানে এমন এক ছন্দে রয়েছেন, যা যেকোনো ব্যাটিং লাইনআপের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies Test) বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনেই চার উইকেট নিয়ে তিনি আবারও প্রমাণ করলেন, কেন তিনি এখন ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা (India Cricket News)। কিন্তু এই দাপুটে বোলিংয়ের পেছনে কী রহস্য? উত্তরটা নিজেই জানিয়েছেন সিরাজ (Bengali Sports News)।
সিরাজ জানান, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে পাওয়া অভিজ্ঞতা এবং পারফরম্যান্সই তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। তাঁর কথায়, “ইংল্যান্ড সিরিজটা ভীষণই প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। সেই সিরিজে ভালো পারফর্ম করতে পারায় আমি বুঝতে পেরেছি, আমার ভেতর কী করার ক্ষমতা আছে। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সফল হলে যে আত্মবিশ্বাস পাওয়া যায়, সেটা অন্যরকম।”
আত্মবিশ্বাস যেমন এক বড় কারণ। তেমনি সিরাজের মতে, আমেদাবাদের সবুজ পিচও তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। সাধারণত ভারতের মাটিতে স্পিন সহায়ক পিচ দেখা গেলেও এই ম্যাচে পেসারদের জন্য ছিল বাড়তি সুবিধা। সিরাজ বললেন, “ভারতের মাটিতে টেস্ট ম্যাচে এমন সবুজ পিচ খুব কমই দেখা যায়। ফলে এমন কন্ডিশনে বল করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত ছিলাম।” যদিও ম্যাচের আগে পিচের কিছুটা ঘাস কেটে ফেলা হয়েছিল, তবুও বোলারদের সাহায্য করার মতো উপযুক্ত চরিত্র ছিল পিচে।
রস্টন চেজকে আউট করার বল সম্পর্কে সিরাজ বলেন, “আমি সত্যিই চমকে গিয়েছিলাম। ওই বলটা এতটা কাট করবে বুঝতেই পারিনি।” এরকম অপ্রত্যাশিত মুভমেন্ট সিরাজের বোলিংয়ে বাড়তি বৈচিত্র এনে দেয়, যা ব্যাটারদের বিভ্রান্ত করে।
তাঁর বোলিংয়ের আরেকটি দিক হলো পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে বিশেষ কৌশল নিয়ে নামার আগে সিরাজ যথেষ্ট গবেষণা করেন। ক্যারিবিয়ান ব্যাটারদের বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা ছিল স্পষ্ট, এবং সেটাই তিনি কার্যকর করতে পেরেছেন সফলভাবে।
Mohammed #Siraj – India’s Firebrand 🔥
His Top Test Bowling Figures:
From Gabba heroics to global domination 💥#MohammedSiraj #INDvsWI #IndvsEng #IndvsAus pic.twitter.com/71Tn2IOefr
— Telugu Rise (@TeluguRise) October 3, 2025
Indian Cricket Team bowler Mohammed Siraj reveals bowling success against West Indies Test