লর্ডস টেস্টে (Lords Test) ভারতের দুরন্ত পারফরম্যান্সের মাঝেই ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। ভারতীয় দলের (Indian Cricket Team) পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বিরুদ্ধে নেওয়া হল শাস্তিমূলক পদক্ষেপ। ম্যাচের উত্তেজনায় বেপরোয়া উদ্যাপন করায় তাঁকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।
প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহের ফাইফারের দাপটে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। সিরাজ, শার্দুল, ওয়াশিংটন সুন্দর সহ বাকি বোলাররাও অসাধারণ ছন্দে ছিলেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানেই অলআউট করে ভারতীয় বোলিং ইউনিট, যেখানে ওয়াশিংটন নেন ৪ উইকেট এবং সিরাজ ও বুমরা নেন ২টি করে উইকেট। ভারতের এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের ফলেই টেস্ট ম্যাচে ভারতের শক্ত অবস্থান তৈরি হয়।
তবে টেস্ট ম্যাচের চতুর্থ দিন এক মুহূর্তেই বদলে দেয় দৃশ্যপট। ইংল্যান্ডের (England) ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) আউট করার পর সিরাজ অতিরিক্ত উত্তেজনায় এমন এক উদ্যাপন করেন, যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে। সূত্রের খবর, উইকেট পাওয়ার পর উদ্যাপনের সময় ডাকেটের খুব কাছ ঘেঁষে গিয়ে শরীরের সঙ্গে সংযোগ (Body contact) করেন সিরাজ। এর আগে তৃতীয় দিনের শেষ বেলাতেও ডাকেট ও জ্যাক ক্রলির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, ইংল্যান্ডের এই দুই ব্যাটার সময় নষ্ট করছিলেন।
এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখে ম্যাচ রেফারি এবং আইসিসির আচরণবিধি বিভাগ। শেষে সিরাজের বিরুদ্ধে আইসিসির কোড অফ কনডাক্টের লেভেল ১ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। সেই অনুযায়ী তাঁর ম্যাচ ফি থেকে ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এই নিয়ে গত ২৪ মাসে সিরাজের নামের পাশে যুক্ত হল দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসে যদি কোনও ক্রিকেটারের ৪টি ডিমেরিট পয়েন্ট হয়, তবে তাঁকে একটি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত করা হবে। ফলে সিরাজের সামনে এখন বড় সতর্কতা। তাঁকে পরবর্তী ম্যাচগুলোতে আচরণে আরও সংযত থাকতে হবে।
সিরাজ শুধু ভারতীয় দলের পেসারই নন, হায়দরাবাদ পুলিশে তিনি ডিএসপি পদেও রয়েছেন। ধারাভাষ্যকারদের মুখেও তাঁকে নিয়ে প্রায়শই শোনা যায়, “ডিএসপির সঙ্গে ঝামেলায় যাবেন না!” কিন্তু এই বার্তাটাই হয়তো সিরাজ নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেননি।
ভারতীয় ক্রিকেট মহলে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, ক্রিকেট মাঠে আবেগ থাকা স্বাভাবিক, আবার কেউ মনে করছেন, সীমারেখা না মানলে তার পরিণতি ভোগ করতেই হবে।
তবে এই বিতর্কের মাঝেও একটা বিষয় স্পষ্ট—লর্ডস টেস্টে ভারতের বোলিং আক্রমণ সত্যিই অসাধারণ। বুমরাহ, সিরাজ, সুন্দরদের যৌথ প্রয়াসে ভারত নিজেদের অবস্থান মজবুত করেছে। সিরিজের তৃতীয় টেস্ট জিততে পারলে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যাবে এবং সিরিজ জয়ের পথে এক পা এগিয়ে যাবে।
আপাতত নজর থাকবে সিরাজের পরবর্তী পারফরম্যান্স ও মাঠের বাইরে তাঁর আচরণে। কারণ আর একটি সামান্য ভুলও তাঁকে টেস্ট নির্বাসনের মুখে ফেলতে পারে। ভারতীয় দলের তরুণ ‘ডিএসপি’ এখন শুধুই মাঠে নয়, মনেও নিয়ন্ত্রণ রাখার চ্যালেঞ্জে।
Indian Cricket Team bowler Mohammed Siraj fined de merit point in Lords Test against England