ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test) প্রথম টেস্ট ম্য়াচেই ইতিহাস গড়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম মূল স্তম্ভ সিরাজ, মাত্র এক ইনিংসেই তুলে নিলেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট (India Cricket News)। আর এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে টপকে পৌঁছে গেলেন ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) চক্রে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে (Bengali Sports News)।
স্টার্ককে পেছনে ফেলে ইতিহাস গড়লেন সিরাজ
মিচেল স্টার্কের ঝুলিতে যখন ২৯টি উইকেট, তখন সিরাজের নামের পাশে জ্বলজ্বল করছে ৩১টি উইকেট। এই অর্জনের মাধ্যমে তিনি প্রমাণ করলেন, ভারতীয় পেস আক্রমণের অন্যতম ধারালো অস্ত্র এখন তিনিই। সিরাজের এই পারফরম্যান্স শুধুমাত্র একজন বোলার হিসেবেই নয়, বরং একজন ‘ম্যাচ উইনার’ হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করল।
২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজে অভিষেক করেছিলেন হায়দরাবাদের তরুণ পেসার মহম্মদ সিরাজ। অভিষেকেই তিনি নিজের দক্ষতা ও ধৈর্যের প্রমাণ দেন। সেই থেকে আজ পর্যন্ত, ৪২টি টেস্ট ম্যাচে তিনি শিকার করেছেন ১২৭টি উইকেট। এরমধ্যে পাঁচবার তিনি এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এই পরিসংখ্যানই বলে দেয়, সিরাজ শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার নন, বরং তিনি এখন ভারতীয় দলের নির্ভরযোগ্য ‘গেম চেঞ্জার’।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল এক কথায় দুর্বল। ভারতীয় পেস এবং স্পিন আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে তারা মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়। সিরাজ, বুমরাহ এবং কুলদীপ যাদবের দুরন্ত বোলিংয়ে ক্যারিবিয়ান ব্রিগেড কার্যত ছিন্নভিন্ন। দলীয় ব্যাটসম্যানদের মধ্যে কেউই বলার মতো রান করতে পারেননি।
মহম্মদ সিরাজের এই কীর্তি নিঃসন্দেহে প্রত্যেক ভারতীয়র গর্বের বিষয়। বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য কায়েম রাখার পথে সিরাজের মতো ক্রিকেটাররা হচ্ছেন আসল রণপুুত্র। তাঁর এই সাফল্য শুধু পরিসংখ্যানের গন্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের জন্য বড় বার্তা, ভারতীয় পেস বোলিং এখন বিশ্বসেরা।
Most Wickets in 2025 in Men’s Test
36 Wickets : Blessing Muzarabani
31 Wickets : Mohammed Siraj
29 Wickets : Mitchell Starc
24 Wickets : Nathan Lyon pic.twitter.com/1y5aThSOdV— Cricketcircle (@Cricketcircle07) October 3, 2025
Indian Cricket Team bowler Mohammed Siraj breaks Mitchell Strac record in India vs West Indies Test