ইংল্যান্ড সফর শেষেই ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে শামি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মহম্মদ শামি (Mohammed Shami) ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর চোটের কারণে বাইরেই ছিলেন ভারতীয় দলের (Indian…

Pacer Anshul Kamboj added as injury cover in the Indian Cricket Team Squad ahead Manchester Test against England

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মহম্মদ শামি (Mohammed Shami) ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর চোটের কারণে বাইরেই ছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা পেসার। তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি কিংবা চলতি ইংল্যান্ড সফর কোথাও দেখা যায়নি অভিজ্ঞ পেসারকে। তবে এবার দলীপ ট্রফির (Duleep Trophy 2025) মঞ্চে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শামি।

শুক্রবার ঘোষণা করা হয়েছে পূর্বাঞ্চলের ১৫ সদস্যের স্কোয়াড (East Zone Squad)। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ দলের অধিনায়ক। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। বাংলার আরও চার ক্রিকেটার জায়গা করে নিয়েছেন মূল দলে পেসার আকাশ দীপ, মুকেশ কুমার, সূরজ সিন্ধু জয়সওয়াল এবং অভিজ্ঞ মহম্মদ শামি।

   

দলে শামির অন্তর্ভুক্তি নিয়ে অনেক জল্পনা চলছিল। নির্বাচকরা আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ড সফরের মতো কঠিন পাঁচ দিনের ক্রিকেটে শামি এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। সেই কারণেই তাঁকে জাতীয় দলে রাখা হয়নি। তবে দলীপ ট্রফিকে জাতীয় দলের অভিজ্ঞ পেসারের কাছে ফিটনেস পরীক্ষার মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। ভালো পারফর্ম করলে সামিকে আবার টেস্ট দলে দেখা যেতে পারে, বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।

অন্যদিকে, অভিমন্যু ঈশ্বরণ নিয়মিত জাতীয় দলের ডাগআউটে থাকলেও এখনও পর্যন্ত প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি। যদিও সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করেছেন তিনি। এবার দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন অভিমন্যু। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করে জাতীয় দলে নিজের অবস্থান আরও দৃঢ় করার সুযোগ থাকছে তাঁর কাছে।

দলে সুযোগ পেয়েছেন অসমের প্রতিভাবান অলরাউন্ডার রিয়ান পরাগও। আইপিএলে নিয়মিত পারফর্ম করা রিয়ান এবার ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া স্কোয়াডে রয়েছেন সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, ডেনিস দাস, কুমার কুশাগ্র, উৎকর্ষ সিং সহ একঝাঁক তরুণ মুখ।

যদিও চমক রয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। বিহারের ১৪ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশীকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেওয়া এই বিধ্বংসী ব্যাটারকে রঞ্জিতে ভালো পারফরম্যান্সের পর মূল স্কোয়াডে নেওয়ার জল্পনা থাকলেও আপাতত তাঁকে জুনিয়র স্তরেই রাখতে চাইছে বোর্ড। তবে স্ট্যান্ডবাই হিসেবে রাখা মানে, কোনও খেলোয়াড় ছিটকে গেলে তাঁর দলে ঢোকার সম্ভাবনা থাকছে।

Advertisements

পূর্বাঞ্চলের স্কোয়াডে বাংলার আরেক তরুণ ব্যাটার সুদীপ ঘরামিও রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া রয়েছেন আশীর্বাদ সোয়াইন, মুখতার হুসেন, স্বস্তিক সমল এবং রাহুল সিং।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি ২০২৫, যার ফাইনাল হবে ১৫ সেপ্টেম্বর। এই টুর্নামেন্ট ঘিরে নজর এখন বাংলার পাঁচ তারকার দিকে। বিশেষ করে শামির প্রত্যাবর্তন ও অভিমন্যুর নেতৃত্বে ফেরার কাহিনি নিয়ে আগ্রহ তুঙ্গে।

স্কোয়াড : ঈশান কিষাণ (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ (সহ-অধিনায়ক), রিয়ান পরাগ, মুকেশ কুমার, আকাশ দীপ, মহম্মদ শামি, সূরজ সিন্ধু জয়সওয়াল, সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, ডেনিস দাস, শ্রীদাম পাল, শরণদীপ সিং, কুমার কুশাগ্র, উৎকর্ষ সিং, মনীশী

স্ট্যান্ডবাই: বৈভব সূর্যবংশী, আশীর্বাদ সোয়াইন, মুখতার হুসেন, স্বস্তিক সমল, সুদীপ ঘরামি, রাহুল সিং

Indian Cricket Team bowler Mohammed Shami has been named in the East Zone squad for the Duleep Trophy 2025