দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন মহম্মদ শামি! সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

indian-cricket-team-bowler-mohammed-shami-comeback-ranji-trophy-2025

ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) রঞ্জি ট্রফিতে তার ঝড়ো বোলিংয়ে আবারও সবার নজর কেড়েছেন। চলতি মরশুমে বাংলার হয়ে চার ম্যাচ খেলে ১৪৫.২ ওভারে ২০ উইকেট তুলে নেওয়া শামির পারফরম্যান্স দেখে ভারতীয় ক্রিকেটের অনুরাগীরা উচ্ছ্বসিত। বিশেষভাবে অসমের বিরুদ্ধে শেষ ম্যাচে দু’ইনিংসে ৫২.২ ওভার বল করে ২০-২২ ওভারের লম্বা স্পেল করা তার ফিটনেসের প্রমাণ দিয়েছে।

অ্যাশেজে ১২৩ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস লিখলেন এই অজি তারকা

   

শামির বলের লাইন-লেংথ এবং গতির ধারাবাহিকতা দেখে প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা বলেন, “ফিট না হলে শামি এমন বোলিং করছে কীভাবে?” এছাড়া গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাচক রুদ্রপ্রতাপ সিং। এই পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল।

যদিও টেস্ট দলে ডাক না মেললেও, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা তিন ওয়ানডে ম্যাচের সিরিজে শামিকে ডাক দেওয়ার সম্ভাবনা এখন ঝুঁকছে। শামি জাতীয় দলে ফেরার লক্ষ্যে রঞ্জি ট্রফিতে যে পরিশ্রম করছেন, তা স্পষ্ট। মাঠে হোক বা নেটে, তিনি ঘাম ঝরাতে এক মুহূর্তও পিছপা হননি।

রায়ানের পর ভারতীয় দলে ফের ‘বিদেশি’? ফুটবলারকে ঘিরে জল্পনা তুঙ্গে

এই দুরন্ত ফর্ম এবং ফিটনেস নিয়ে সমালোচক ও নির্বাচকরা স্বীকার করছেন। শামির প্রতিশ্রুতিভরা ফর্ম ভারতের পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে পারে। এই মুহূর্তে শামির প্রত্যাবর্তন ক্রীড়া দুনিয়ায় অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন