প্রশ্নের মুখে ভারতীয় পেসারের ভবিষ্যৎ! এশিয়া কাপের আগেই অবসর?

ভারতীয় (Indian Cricket Team) পেস আক্রমণের মূল ভরসা জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ঘিরে ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইংল্যান্ড (England) সফরে পাঁচ…

Indian Cricket Team bowler Jasprit Bumrah workload reason BCCI may rest him for Asia Cup or West Indies Test Series

ভারতীয় (Indian Cricket Team) পেস আক্রমণের মূল ভরসা জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ঘিরে ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইংল্যান্ড (England) সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ওভাল টেস্টে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’র কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও এখানেই বিতর্ক থেমে নেই। সেপ্টেম্বরের এশিয়া কাপ (Asia Cup) এবং তার ঠিক পরপরই শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে (Test Series ) বুমরাহকে খেলানো হবে কি না, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর। ভারত যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে টুর্নামেন্ট চলবে অন্তত ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক তার এক সপ্তাহের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ। এর মানে, দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টের মাঝে বুমরাহের কার্যত কোনও বিশ্রামই থাকবে না। ফলে বোর্ড এখন চিন্তায়। বুমরাহকে কি এশিয়া কাপে খেলানো হবে? না কি তাকে বিশ্রাম দিয়ে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত রাখা হবে?

   

বোর্ড সূত্রে জানাক গিয়েছে, বুমরাহ যদি এশিয়া কাপে অংশ নেয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা কার্যত অসম্ভব হয়ে যাবে। আবার টেস্ট সিরিজে খেললে, এশিয়া কাপে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচক প্রধান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীরের হাতে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর রয়েছে আরও এক বড় চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পাকা রাখতে হলে ভারতকে এই সিরিজগুলোতে ভাল ফল করতেই হবে। ফলে বোর্ড চাইছে, বুমরাহ যেন এই দুটি সিরিজে পুরোপুরি ফিট ও প্রস্তুত থাকেন। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে ধরা হচ্ছে এশিয়া কাপকে। ফলে সেখানে বুমরাহের উপস্থিতিও সমান গুরুত্বপূর্ণ।

Advertisements

প্রাক্তন অস্ট্রেলিয়ান পেস লিজেন্ড গ্লেন ম্যাকগ্রা বুমরাহর চোট-সংক্রান্ত সমস্যা নিয়ে সোজাসাপটা জানান, “ওর বোলিং অ্যাকশন অদ্ভুত ধরনের। দৌড় শুরুতে ধীরে হয়, শেষে গতি বাড়ায়। সেই সঙ্গে হাতের মুভমেন্টও অস্বাভাবিক। এটাই ওর কোমরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আর এই চোটের পুনরাবৃত্তির কারণ এটিই।” তিনি আরোও যোগ করেন, “আজকাল ক্রিকেটারদের একটার পর একটা সিরিজ খেলতে হয়। বিশ্রামের সময় কম। একজন পেসারের শরীরকে সময় দিতে হয়, না হলে চোট লেগেই চলবে।”

বোর্ডের তরফে জানানো হয়েছে, বুমরাহকে প্রতিটি সিরিজের আগে মেডিক্যাল টিমের ফিটনেস রিপোর্ট অনুযায়ী বিবেচনা করা হবে। বোর্ড চাইছে না যে তাঁকে প্রয়োজনের চেয়ে বেশি ম্যাচ খেলিয়ে ফের চোটের ঝুঁকিতে ফেলা হোক।

Indian Cricket Team bowler Jasprit Bumrah workload reason BCCI may rest him for Asia Cup or West Indies Test Series