ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এখন পুরোপুরি ফিট। তাকে ঘিরে ভারতীয় দলে (Indian Cricket Team) পরিকল্পনাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) কেন্দ্র করে। তবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বুমরাহকে প্রতিটি ম্যাচে খেলানো হবে না। বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই খেলানো হতে পারে এই ডানহাতি পেসারকে। ফলে প্রথমদিকের কিছু ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ তারিখে। এরপর রয়েছে সবচেয়ে চর্চিত ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ভারত বনাম পাকিস্তান। সূত্রের খবর, সেই হাইভোল্টেজ ম্যাচেই মূলত মাঠে নামানো হবে বুমরাহকে। বাকি গ্রুপ ম্যাচগুলোতে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এশিয়া কাপ যেহেতু টি-টোয়েন্টি ফর্ম্যাটে হচ্ছে, সেখানে বুমরাহকে ম্যাচপ্রতি সর্বোচ্চ চার ওভার বল করতে হবে। তবুও বিসিসিআই চাইছে তাকে সতেজ রেখেই গুরুত্বপূর্ণ ম্যাচে নামাতে।
জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের বিরুদ্ধে ম্যাচে বুমরাকে রাখা হবে না। সেখানে পেস অ্যাটাকে দেখা যেতে পারে তরুণ অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া, যিনি নিজেও এখন পুরোপুরি ফিট।
তবে বুমরাহর উপর নজর কেবল এশিয়া কাপ পর্যন্তই সীমাবদ্ধ নয়। অক্টোবরের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে ভারত–ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। কিন্তু সেই টেস্টে বুমরার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তাকে সেখানে বিশ্রাম দেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে ইঙ্গিত।
এদিকে এই ‘বেছে বেছে খেলা’ নিয়েই সমালোচনার মুখে পড়েছেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে তিনটি টেস্ট খেলেছেন তিনি। বাকি দুই ম্যাচে নামেননি। আর সেখানেই শুরু হয় বিতর্ক। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রশ্ন তুলেছেন, জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজে কেন বিশ্রাম নিচ্ছেন বুমরাহ।
প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সরাসরি বলেন, “দলে থাকলে বেছে বেছে খেলা একদমই উচিত নয়। যদি চোটের সমস্যা থাকে, তবে বোর্ড আর খেলোয়াড় মিলে সিদ্ধান্ত নিক। তবে দেশের হয়ে খেলতে হলে দায়িত্ব নিতে হয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকতেই পারে, তবে সেটাকে অজুহাত বানানো ঠিক নয়।”
একইসঙ্গে প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকারেরও বক্তব্য, “ইংল্যান্ড সিরিজের আগে বুমরাকে সম্পূর্ণ ফিট রাখা উচিত ছিল। পিঠের চোটের কথা মাথায় রেখে ওকে আইপিএলে কম ম্যাচ খেলানো যেতে পারত, কিংবা সরাসরি আইপিএল থেকে বাদ দেওয়া উচিত ছিল। আমি মুখ্য নির্বাচক হলে মুকেশ আম্বানির সঙ্গে কথা বলে এই বিষয়টা বোঝাতাম।”
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে ভারতীয় দলে শ্রেয়স আইয়ার এবং হার্দিক পাণ্ডিয়াও ফিরতে পারেন। দুজনেই চোট কাটিয়ে ফিট হয়েছেন বলে সূত্রের খবর। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি ফিট নন। বেঙ্গালুরুর ‘ন্যাশনাল ক্রিকেট একাডেমি’র সেন্টার অফ এক্সেলেন্সে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আশা করা হচ্ছে, তিনি নির্ধারিত সময়ের আগে সেরে উঠবেন।
Indian Cricket Team bowler Jasprit Bumrah fit to play Asia Cup 2025