HomeSports Newsসিরিজ বাঁচাতে ওভালে নয়া চ্যালেঞ্জ ভারতের, টেস্টে অভিষেক এই ক্রিকেটারের!

সিরিজ বাঁচাতে ওভালে নয়া চ্যালেঞ্জ ভারতের, টেস্টে অভিষেক এই ক্রিকেটারের!

- Advertisement -

লন্ডনের ওভাল (Oval Test)। ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে এ যেন এক যুদ্ধের ময়দান। ৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের পঞ্চম তথা নির্ধারণী ম্যাচ। সিরিজে বর্তমানে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। চতুর্থ টেস্টের ড্র-র পর ভারতের সামনে এখন একমাত্র লক্ষ্য, এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো। তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে সম্ভবত নেই ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তার বদলে সম্ভাব্য অভিষেক হতে পারে আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)।

সিরিজ জয়ের স্বপ্নে বুমরাহর না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা। প্রথম থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল দলের। সিরিজ শুরুর আগেই স্থির হয়েছিল, পাঁচটির মধ্যে সর্বাধিক তিনটি টেস্ট খেলবেন বুমরাহ। হেডিংলি, লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে খেললেও, এজবাস্টনে বিশ্রামে ছিলেন। ওভালেও সেই বিশ্রাম অব্যাহত থাকছে বলে জানা গিয়েছে।

   

বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, দীর্ঘমেয়াদি কেরিয়ার রক্ষা করতেই এই সিদ্ধান্ত। পিঠের পুরনো চোট আবার মাথাচাড়া দিতে পারে, এমন শঙ্কা থেকেই এই ব্যবস্থা। চতুর্থ টেস্টে বুমরাহর পারফরম্যান্সেও ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। ৩৩ ওভার বল করে মাত্র ২ উইকেট। এক ইনিংসে দেন ১০০ রান, যা তাঁর টেস্ট কেরিয়ারে প্রথম।

এই পরিস্থিতিতে সামনে আসছেন আকাশ দীপ। দীর্ঘদিন ধরেই ভারতের ‘এ’ দলে নজর কাড়ছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এই ডানহাতি পেসার পিঠের হালকা চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারেননি। তবে ওভালের অনুশীলনে তাঁকে দেখা গিয়েছে সম্পূর্ণ ছন্দে। ধারণা করা হচ্ছে, তিনিই হতে পারেন বুমরাহর পরিবর্ত।

এছাড়াও স্কোয়াডে রয়েছেন আরেক তরুণ, আর্শদীপ সিং। বাঁহাতি এই পেসার একসময় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছিলেন। তবে টেস্টে এখনও অভিষেক হয়নি তাঁর। চতুর্থ টেস্টের আগে হাতের চোট পেয়ে বাদ পড়েন স্কোয়াড থেকে। তবে সুস্থ হয়ে তিনি অনুশীলনে ফিরেছেন এবং সম্ভাবনা উজ্জ্বল।

ওভাল টেস্ট ভারতের কাছে শুধুমাত্র ম্যাচ নয়, বরং আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ। বিদেশের মাটিতে, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ হার এড়াতে হলে এই ম্যাচ জিততেই হবে। শুভমন গিল, রাহুল এবং যশস্বীর ব্যাটে যতটা দায়িত্ব নেবেন, ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পেসারদের ভূমিকাও। মহম্মদ সিরাজ ও জাদেজার পাশাপাশি যিনিই নতুন মুখ হিসেবে আসবেন, তিনিই হতে পারেন ম্যাচের টার্নিং পয়েন্ট।

Indian Cricket Team bowler Arshdeep Singh like to debut in Oval Test replace of Jasprit Bumrah

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular