ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে (England vs India Test) ইতিহাসের পাতা উলটে দিলেন বঙ্গ পেসার আকাশ দীপ (Akash Deep)। ওভালের (Oval Test) পিচে তৃতীয় দিনের সকালে যখন ইংল্যান্ডের ফিল্ডাররা আক্রমণের ছক কষছেন। ঠিক তখনই ভারতের (Indian Cricket Team) জন্য এক নতুন ভরসার নাম হয়ে ওঠেন আকাশ দীপ। নাইটওয়াচম্যান হিসেবে নামলেও তাঁর ব্যাটিং ছিল স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসে ভরা। আর তাতেই সৃষ্টি হল এক নতুন কীর্তির।
টেস্ট কেরিয়ারে প্রথমবারের মতো ব্যাট হাতে অর্ধশতক তুলে নিলেন আকাশ দীপ। ৯৪ বলে ১২টি চারের সাহায্যে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। প্রথম থেকেই তাঁর শরীরী ভাষা ছিল ইতিবাচক। শুধু প্রতিরোধই নয়, প্রয়োজনীয় রান তোলার দায়িত্বও কাঁধে তুলে নেন এই ডানহাতি পেসার।
২০১১ সালের পর ভারতীয় টেস্ট দলে নাইটওয়াচম্যান হিসেবে কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি। শেষবার এই নজির গড়েছিলেন লেগস্পিনার অমিত মিশ্র। তার ১৪ বছর পর আকাশ দীপ সেই বিরল তালিকায় নিজের নাম তুললেন। আর সেটাই এই ইনিংসকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে সাই সুদর্শনের উইকেট পড়তেই আকাশ দীপকে পাঠানো হয়েছিল নাইটওয়াচম্যান হিসেবে। দ্বিতীয় দিনের শেষে চার রানে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু তৃতীয় দিনে তিনি যে ইনিংস খেললেন, তা ভারতের ব্যাটিং গভীরতার পরিচয় দিল আবারও।
আকাশ দীপের ইনিংস শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলের প্রয়োজনেও ছিল জরুরি। ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে গড়েন ১০৭ রানের কার্যকরী পার্টনারশিপ। এই জুটিই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয় ভারতের পক্ষে। আকাশের ছকভাঙা ব্যাটিংয়ে ইংল্যান্ডের বোলাররা হতবাক।
আকাশ দীপ যখন তাঁর অর্ধশতক পূর্ণ করেন, তখন ড্রেসিংরুমে বাঁধে উল্লাস। অধিনায়ক শুভমন গিল এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দাঁড়িয়ে তালি দিতে থাকেন। তাঁরা আকাশকে বলেন হেলমেট খুলে ফেলতে, একদম সেইভাবে যেভাবে কোনও ব্যাটার সেঞ্চুরি করলে হেলমেট খুলে সেলিব্রেট করেন। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
Gill & Jadeja hilariously asking Akash Deep to take off his helmet and celebrate the fifty properly. 🤣🙌
– Wholesome moments in the Indian dressing room! 💙#ENGvIND pic.twitter.com/xAaG8jywXw
— Akaran.A (@Akaran_1) August 2, 2025
যদিও হাফ সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি আকাশ দীপ। জেমি ওভারটনের বল তাঁর ইনিংস থামিয়ে দেয়। গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এর মধ্যেই যা করে দেখালেন, তা ভারতীয় ক্রিকেটের এক দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে।
Indian Cricket Team bowler Akash Deep 1st Test Half Century as Nightwatchman against England in Oval Test