ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) নতুন বছরের শুরুটা একেবারেই স্বস্তির হয়নি। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে প্রথমবার একদিনের সিরিজ হার। ফল শুধু স্কোরলাইনের ধাক্কাই নয়, একাধিক প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে। সেই প্রশ্নের মাঝেই কড়া অবস্থান নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সিরিজ হারের ‘শাস্তি’ হিসেবে অধিনায়ক শুভমন গিল ও সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের জার্সিতে কবে ফিরবেন রো-কো জুটি? রইল বিস্তারিত
বোর্ড সূত্রে খবর, শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির ম্যাচে পাঞ্জাবের হয়ে খেলবেন শুভমন গিল এবং সৌরাষ্ট্রের জার্সিতে নামবেন রবীন্দ্র জাডেজা। অর্থাৎ, জাতীয় দলে সতীর্থ হলেও ঘরোয়া মঞ্চে একে অপরের প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবেন দুই তারকা।
চলতি মরশুমে এখনও পর্যন্ত একটি রঞ্জি ম্যাচও খেলেননি শুভমন গিল। শেষবার তিনি ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন গত মরশুমে, কর্নাটকের বিরুদ্ধে। অন্যদিকে, জাডেজা খেলেছেন মাত্র একটি ম্যাচ। আপাতত জাতীয় দলের কোনও সূচি না থাকায়, টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের দলেও তাঁরা না থাকায় রঞ্জির বাকি গ্রুপ ম্যাচগুলো খেলতে তাঁদের আর বিশেষ বাধা নেই।
বিসিসিআইয়ের বার্তা স্পষ্ট, সুযোগ থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। আন্তর্জাতিক ব্যর্থতার পর শুধুই বিশ্রাম নয়, পারফরম্যান্সের জবাব দিতে হবে মাঠে নেমে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের ব্যাট থেকে এসেছে ৫৬, ৫৬ ও ২৩ রান। সংখ্যার হিসেবে খুব খারাপ না হলেও প্রশ্ন উঠছে তাঁর অধিনায়কসুলভ প্রভাব নিয়ে। মাঠে নেতৃত্ব দেওয়া, ফিল্ডিংয়ের সময় দলকে উদ্বুদ্ধ করা কিংবা চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। এই জায়গাগুলোতেই পিছিয়ে পড়ছেন গিল, এমনটাই মনে করছেন ক্রিকেটমহলের একাংশ।
চোট-সমস্যাও তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর দু’বার বড় চোট পেয়েছেন তিনি, যার ছাপ পড়েছে ধারাবাহিকতায়। রঞ্জি ট্রফি তাই গিলের কাছে শুধুই ‘শাস্তি’ নয়, বরং নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ।
বিশ্বকাপের মঞ্চে ইডেনে এই দেশকে নেতৃত্ব দেবে প্ৰাক্তন হকি খেলোয়াড়!
জাডেজার ওয়ানডে ভবিষ্যৎ কি প্রশ্নের মুখে?
৩৭ বছর বয়সি রবীন্দ্র জাডেজার পারফরম্যান্সও উদ্বেগ বাড়িয়েছে। তিন ম্যাচে ২৩ ওভার বোলিং করে ১৪১ রান দিলেও উইকেটশূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে করেছেন মাত্র ৪৩ রান। এই পারফরম্যান্সের পর তাঁর ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হওয়াটা স্বাভাবিক।
পিছনে অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার সুযোগের অপেক্ষায়। অনেকেই বলছেন, এই সিরিজই হয়তো জাডেজার একদিনের কেরিয়ারের শেষ বড় অধ্যায়। রঞ্জি মঞ্চে তাঁর পারফরম্যান্সই ঠিক করে দিতে পারে ভবিষ্যতের রাস্তা।
বিশ্বকাপের আগে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত
আগামী বছরের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের কাজ এখনই শুরু করতে চায় নির্বাচকরা। কোহলি এখনও দলের সেরা ব্যাটার, রোহিত আগের সিরিজগুলোতে রান পেয়েছেন। কিন্তু বোলিং, বিশেষ করে মাঝের ওভারে উইকেট না পাওয়া। সমস্যাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারার বড় কারণ।
