লর্ডস টেস্টে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা, সুদর্শন বনাম করুণ বিতর্ক তুঙ্গে

Three Players of Indian Cricket Team Who Could Be Dropped For Second Test

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত লর্ডস টেস্ট (Lords Test)। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে, ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে তিন নম্বর পজিশন নিয়ে চলছে জোর জল্পনা, সাই সুদর্শন (Sai Sudharsan) না করুণ নায়ার (Karun Nair)?

এজবাস্টন টেস্টে ভারতীয় দল পরিচালনার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মঞ্জরেকর। তিনি খোলাখুলি জানান, সাই সুদর্শনকে মাত্র একটি ম্যাচের পর বাদ দেওয়া মোটেই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। তাঁর মতে, তরুণ প্রতিভাকে গড়ে তোলার জন্য ধারাবাহিক সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে যখন দ্বিতীয় ইনিংসে তার পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না।

   

সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘আগের টেস্টে দল নির্বাচন অদ্ভুত ছিল। যার সঙ্গে আমি একেবারেই সহমত নই। দিনের শেষে জয় অনেক কিছু আড়াল করে দেয়, কিন্তু আমি মনে করি সাই সুদর্শনের মতো একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে মাত্র এক ম্যাচ পর বাদ দেওয়া উচিত হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, করুণ নায়ার তিন নম্বরে খেলার জন্য উপযুক্ত নয়। আমি চাই সুদর্শন সেই পজিশনে খেলুক।’

এই মন্তব্য ঘিরেই ফের জোরদার বিতর্ক দানা বেঁধেছে। কারণ করুণ নায়ার দীর্ঘদিন পর দলে ফিরেছেন এবং তার প্রত্যাবর্তন রীতিমতো আবেগঘন। যদিও প্রথম ইনিংসে কিছুটা ব্যর্থ, তবে দ্বিতীয় ইনিংসে নিজের প্রতিভার কিছুটা ঝলক দেখান তিনি।

সাই সুদর্শনের পক্ষে কথা বলেছেন ভারতের আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। তাদের মতে, তরুণ ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। একটি ইনিংস বা ম্যাচ দেখে সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক নয়। যদিও টিম ম্যানেজমেন্ট এখনো লর্ডস টেস্টের একাদশ চূড়ান্ত করেনি, তবে সূত্রের খবর, ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘আমি চাই করুণ নায়ার আরও একটা সুযোগ পাক। কারণ ও অনেকদিন পর ফিরেছে এবং সেটা একদিনে ফেলে দেওয়া উচিত নয়। তবে করুণ যদি একাদশে থাকে, সেটা হওয়া উচিত রেড্ডির পরিবর্তে, তিন নম্বরে নয়।’

লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে ভারতীয় দল চায় আগের টেস্টের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। তবে সুদর্শন বনাম করুণ নায়ার বিতর্ক নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্টকে কিছুটা হলেও ভাবাচ্ছে। দলের ভারসাম্য, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়—এই তিনটি দিক বিবেচনা করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ‘লর্ডসে কন্ডিশন যেমনই হোক, তিন নম্বর পজিশনে যে ব্যাটার নামবেন, তার ওপর ম্যাচের বড় অংশ নির্ভর করবে।’ এখন দেখার, টিম ম্যানেজমেন্ট শেষপর্যন্ত কাকে বিশ্বাস করে—অভিজ্ঞ করুণ নায়ার, না তরুণ ও প্রতিশ্রুতিশীল সাই সুদর্শন?

Indian Cricket Team Batting Order like to change at Lords Test against England

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleকসবা কাণ্ডে নির্যাতিতার পরিবার সন্তুষ্ট,হাই কোর্টে আত্মবিশ্বাসী আইনজীবী
Next articleকোনও কার্ড ছাড়াই লোন! UPI ক্রেডিট লাইনে মিলবে সহজ লোন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।