ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) উদীয়মান তারকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ফের একবার নজির গড়লেন টেস্ট ক্রিকেটে (Test Cricket)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (Edgbaston Test) তৃতীয় দিনে তিনি নিজের দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ রান করেই পৌঁছে গেলেন টেস্টে ২০০০ রানের ক্লাবে। এর ফলে তিনি ভারতের ইতিহাসে দ্রুততম ২০০০ টেস্ট রান সংগ্রাহকের তালিকায় যুক্ত হলেন, সেই তালিকায় রয়েছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহবাগ।
মাত্র ৪০ ইনিংসে এই নজিরবিহীন রেকর্ড গড়েছেন জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় ও শেহবাগের পাশাপাশি তিনিও এখন এই কৃতিত্বের শরিক। শুধু তাই নয়, ২৩ বছর ১৮৮ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়ে তিনিই এখন ভারতের দ্বিতীয় কনিষ্ঠ ব্যাটার, যিনি টেস্টে ২০০০ রান পূর্ণ করলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, যিনি মাত্র ২০ বছর ৩৩০ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
দ্রুততম ভারতীয় ব্যাটাররা টেস্টে ২০০০ রানে:
৪০ ইনিংস: রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেহবাগ, যশস্বী জয়সওয়াল
৪৩ ইনিংস: বিজয় হাজারে, গৌতম গম্ভীর
৪৪ ইনিংস: সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর
৪৫ ইনিংস: সৌরভ গঙ্গোপাধ্যায়
৪৬ ইনিংস: চেতেশ্বর পূজারা
জয়সওয়ালের পারফরম্যান্স এই টেস্ট সিরিজে নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। প্রথম ইনিংসে ১৩টি চারের সাহায্যে ১০৭ বলে ৮৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও আত্মবিশ্বাসী শুরু করেছিলেন, কিন্তু ২৮ রানে জশ টাংয়ের এলবিডব্লিউ বলে আউট হন।
এর আগে লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয়সওয়াল দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে শক্ত ভিত গড়ে দেন। তিনি ধারাবাহিকভাবে ভারতীয় টপ অর্ডারে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন।
টেস্ট ক্রিকেটে সাফল্যের পাশাপাশি ফার্স্ট-ক্লাস ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স করছেন যশস্বী জয়সওয়াল। এজবাস্টনের ম্যাচেই তিনি পৌঁছে গেলেন ৪০তম ম্যাচে ৪০০০ ফার্স্ট-ক্লাস রানে। গড় ৫৯-এর কাছাকাছি থাকা এই তরুণ ব্যাটারের ঝুলিতে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরি।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। কেবল রান সংগ্রহই নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার দক্ষতাও তার বড় সম্পদ। তার ব্যাটিংয়ে রয়েছে সুনির্দিষ্ট টেম্পো ও পরিণত কৌশল, যা একজন অভিজ্ঞ ব্যাটারের গুণ বলেই মনে হয়। বিশেষ করে বিদেশের মাটিতে, ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে এই ধারাবাহিক পারফরম্যান্স তরুণ যশস্বীর মানসিক দৃঢ়তা ও প্রতিভার পরিচয় দেয়।
যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি কেবল প্রতিভাবান নন, বরং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতা দেখানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। দ্রাবিড় ও শেহবাগের মতো কিংবদন্তিদের সঙ্গে এক সারিতে নাম লেখানো নিঃসন্দেহে তার কেরিয়ারের এক বড় অর্জন।
Indian Cricket Team Batter Yashasvi Jaiswal Equals Record for Fastest Indian to Reach 2000 Test