ভারত-ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে শুভমন গিলরা (Shubman Gill)। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি, এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তিন নম্বরে ব্যাটিং করা কর্ণাটকের ব্যাটার করুন নায়ার (Karun Nair)। তিনটি টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৩১ রান। এমন পারফরম্যান্সের পর আগামী ম্যাচে নায়ারের বদলে ২৩ বছর বয়সী সাই সুদর্শনকে দেখা যেতে পারে দলেট। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডেসক্যাট।
প্রসঙ্গত, লিডস, এজবাস্টন ও লর্ডস টেস্টে সুযোগ পেয়ে করুন মোট ২৪৯ বল মোকাবিলা করেছেন। যদিও তিনি একেবারে বেখাপ্পা মনে হননি, কিন্তু ইংল্যান্ডের পেস ও সিম মুভমেন্ট সামলাতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন। দীর্ঘ আট বছর পর ভারতের টেস্ট দলে ফিরলেও এই প্রত্যাবর্তনকে এখন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই পারফরম্যান্স।
রায়ান টেন ডেসক্যাট জানিয়েছেন, “করুনের রিদম ও টেম্পো ভালো। আমরা অবশ্যই চাই আরও রান আসুক। তবে সব ব্যাটারই কিছু কিছু ইনিংসে ভালো ব্যাট করেছে। আমাদের বার্তাই হচ্ছে ভালো দিকগুলোয় ফোকাস করো, আর ছোটখাটো ভুলগুলো শুধরে নাও।”
সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া সাই সুদর্শন যদিও খুব খারাপ খেলেননি। তবে তাঁকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল ব্যাটিং লাইনআপে বাড়তি একজন অল-রাউন্ডার আনার জন্য। সুদর্শনের ব্যাটিং স্টাইল এবং লেফট-হ্যান্ড অপশন হিসেবে তাঁর ভূমিকা টিম কম্বিনেশনে বৈচিত্র আনতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ভারতীয় দলের ব্যাটিং লাইনআপে তিন নম্বর স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপ অর্ডারে ধৈর্য ও টেকনিক্যাল দক্ষতা প্রয়োজন যেখানে করুন এখনও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। অন্যদিকে, সুদর্শন ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিক পারফর্মার হিসেবে নিজের ছাপ রেখেছেন। দলের মধ্যে মনোবল নিয়ে টেন ডেসক্যাট বলেন, “হয়তো সিরিজে পিছিয়ে রয়েছি, কিন্তু দলের মনোভাব ভালো। সবাই দৃঢ়প্রতিজ্ঞ। লর্ডস ও হেডিংলির মতো ম্যাচগুলোতে হঠাৎ উইকেট পড়ে যাওয়াই পার্থক্য গড়ে দিয়েছে।”
২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট। এই ম্যাচে ভারত দলে বড় কোনো পরিবর্তন না হলেও, করুন নায়ারের পরিবর্তে সাই সুদর্শনকে অন্তর্ভুক্ত করা হতে পারে একমাত্র পরিবর্তন। তিন নম্বরে ব্যাট করতে নামা একজন ব্যাটারের কাছ থেকে যা চাওয়া হয়, কর্ণাটকের ক্রিকেটার এখনও তা দিতে পারেননি।
Indian Cricket Team batter Karun Nair Will No Longer Get A Chance In India vs England Test Series