মেয়েদের একদিনের বিশ্বকাপের (ICC Womens World Cup) ঠিক আগেই বড় ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজের (ODI series) মাঝপথে দল থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ব্যাটার জেমাইমা রদ্রিগেস (Jemimah Rodrigues)। জ্বরের কারণে সিরিজের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই (BCCI)।
৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সিরিজ খেলছে ভারত। তবে সেই সিরিজের প্রথম ম্যাচে ভারতের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় চাপ বেড়েছে দলের উপর। এরই মধ্যে জেমাইমার হঠাৎ ছিটকে যাওয়া হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
বিসিসিআই জানিয়েছে, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জেমাইমা রদ্রিগেস। তিনি বর্তমানে বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।” এই ঘোষণার পর থেকেই ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, বিশ্বকাপের আগেই কী তবে ছন্দ হারাতে বসেছে ভারত?
প্রথম ওডিআই ম্যাচে জেমাইমা ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি। ২৬ বল খেলে মাত্র ১৮ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি মাত্র বাউন্ডারি। ভারতের ইনিংসে যদিও আলো ছড়ান ওপেনার স্মৃতি মান্ধানা, দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে দলের দুর্বল বোলিং লাইনআপের জন্য ম্যাচ জয় অধরাই থেকে যায়।
এই পরিস্থিতিতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ভারতীয় দলের জন্য কার্যত “মাস্ট উইন” হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এর চেয়ে বড় সুযোগ আর নেই। আর ঠিক এমন সময়েই দলের অভিজ্ঞ ব্যাটার জেমাইমার অনুপস্থিতি দলকে কিছুটা হলেও চাপে ফেলতে পারে।
তবে জেমাইমার জায়গায় সুযোগ পেয়েছেন মহারাষ্ট্রের অলরাউন্ডার তেজল হাসাবনিস। ২৮ বছর বয়সি এই ক্রিকেটার ভারতের হয়ে ইতিমধ্যেই খেলেছেন ৬টি ওডিআই ম্যাচ। যেখানে ৪৬.৬৬ গড়ে করেছেন ১৪০ রান। স্ট্যান্ডবাই তালিকায় থাকায় তাঁকেই সুযোগ দেওয়া হয়েছে সিরিজের বাকি ম্যাচগুলিতে। এখন দেখার, তেজল এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন।
এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন পেসার রেনুকা সিং। তাঁর প্রত্যাবর্তন ভারতের বোলিং বিভাগে কিছুটা গতি ও ধার এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ব্যাটিং বিভাগে জেমাইমার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।
বিশ্বকাপের আগে প্রতিটি খেলোয়াড়কে নিয়ে চলছে কঠোর নজরদারি। খেলোয়াড়দের ফিটনেস ও ফর্মই ঠিক করে দেবে ফাইনাল স্কোয়াডে কারা থাকবেন। তাই জেমাইমার এই বিরতি তাঁকে মূল দলে থাকার দিক থেকেও সমস্যায় ফেলতে পারে। যদিও বিসিসিআই জানিয়েছে, তিনি দ্রুত সেরে উঠবেন এবং বিশ্বকাপের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
Tejal Hasabnis named as a replacement for Jemimah Rodrigues for the remainder of the #INDvAUS ODI series.
Details 🔽 #TeamIndia | @IDFCFIRSTBankhttps://t.co/8CtDA07rHz
— BCCI Women (@BCCIWomen) September 17, 2025
Indian Cricket Team Batter Jemimah Rodrigues ruled out of Australia ODI series ahead ICC Womens World Cup