সিরিজ বাঁচাতে ওল্ড ট্র্যাফোর্ডে সম্ভাব্য এই পরিবর্তন করবে ভারত

লর্ডস টেস্টে (Lords Test) জয় একরকম হাতছাড়া হয়ে গিয়েছে। ভারতের (Indian Cricket Team) সাহসী লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টেস্টে হারের ফলে সিরিজে ঘুরে…

Three Players of Indian Cricket Team Who Could Be Dropped For Second Test

লর্ডস টেস্টে (Lords Test) জয় একরকম হাতছাড়া হয়ে গিয়েছে। ভারতের (Indian Cricket Team) সাহসী লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টেস্টে হারের ফলে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট, মঞ্চ ওল্ড ট্র্যাফোর্ড ম্যাঞ্চেস্টারে (Manchester)। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তবে এই টেস্টের আগে ভারতীয় দলে বড়সড় রদবদল দেখা যেতে পারে। সূত্রের খবর, বাদ পড়ছেন তিন তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ ও করুণ নায়ার।

বিশ্রামে বুমরাহ, ভারসাম্য রাখার চ্যালেঞ্জ

   

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহকে নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। ইংল্যান্ড সফরের শুরুতেই বোর্ড, কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল এবং বুমরাহ নিজেই জানিয়ে দিয়েছিলেন, তিনটি টেস্টেই খেলবেন তিনি। এখন যেহেতু তিনি দুটি ম্যাচ খেলে ফেলেছেন, শেষ টেস্টের জন্য তাঁকে ফিট ও ফ্রেশ রাখতে তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে বুমরাহকে ছাড়াই পেস আক্রমণ সাজাতে হবে ভারতকে। এটা যে কোনও দলের পক্ষেই একটা বড় ধাক্কা।

চোটে পন্থ, সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল

লর্ডস টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পান ঋষভ পন্থ। আঙুলে মারাত্মক চোটের কারণে তিনি প্রথম ইনিংসেই কিপিং করতে পারেননি। যদিও ব্যাট হাতে কিছুটা অবদান রেখেছিলেন, তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়েছে। মেডিক্যাল টিমের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র না পেলে তিনি ম্যাঞ্চেস্টারে খেলবেন না। তাঁর অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন তরুণ উইকেটকিপার ধ্রুব জুরেল। আগ্রার এই ২৪ বছর বয়সি উইকেটকিপার এর আগেও নিজের দক্ষতা দেখিয়েছেন। রাঁচি টেস্টে তাঁর ৯০ রানের ইনিংস আজও স্মরণীয়। গ্লাভস হাতে যথেষ্ট নিখুঁত, ব্যাট হাতেও ইতিবাচক, ফলে পন্থের বদলি হিসেবে তিনিই প্রথম পছন্দ।

করুণ নায়ারের জায়গায় ফিরতে পারেন সাই সুদর্শন

আরও এক ব্যাটার যিনি বাদ পড়তে পারেন, তিনি করুণ নায়ার। তিনটি ম্যাচে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স থাকলেও আন্তর্জাতিক স্তরে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন সাই সুদর্শন। লিডসে প্রথম টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার, তবে তারপর পরের দুটি ম্যাচে সুযোগ পাননি। সুদর্শনের আগ্রাসী ব্যাটিং স্টাইল ইংল্যান্ডের পিচে কার্যকরী হতে পারে। ব্যাকফুটে খেলতে সক্ষম, শর্ট বল সামলাতে পারদর্শী, ফলে তিন নম্বর বা চার নম্বর জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

Advertisements

বোলিং কম্বিনেশনে কাকে দেখা যেতে পারে?

বুমরাহ বিশ্রামে থাকলে ভারতের পেস আক্রমণে পরিবর্তন আসবে। মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে অর্শদীপ সিং-কে। বাঁহাতি পেসার হিসেবে তিনি ভ্যারাইটি আনতে পারেন। সুইং বোলিংয়ে পারদর্শী, পাশাপাশি লম্বা স্পেল করতে সক্ষম। প্রসিদ্ধ কৃষ্ণ বা শার্দুল ঠাকুরকে নিয়েও ভাবনাচিন্তা চলছে, তবে অর্শদীপই এগিয়ে রয়েছেন।

স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা থাকছেনই, তাঁর সঙ্গে ওয়াশিংটন সুন্দরের অলরাউন্ড স্কিল ভারতের ব্যাটিং গভীরতা বাড়াবে। এই দুই স্পিনার ব্যাট হাতেও কার্যকর, ফলে সাত ও আট নম্বর ব্যাটিং পজিশনে ভারসাম্য তৈরি হবে।

ভারতের সম্ভাব্য একাদশ (ম্যাঞ্চেস্টার টেস্ট): যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন / অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ

সিরিজের এই চতুর্থ টেস্ট ভারতের জন্য কার্যত একটি ফাইনাল ম্যাচ। হারের কোনও জায়গা নেই। তবে তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি ভারতের শক্তিকে খানিকটা ক্ষতিগ্রস্ত করলেও, তরুণ ক্রিকেটারদের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার মঞ্চ হয়ে উঠতে পারে এটি। নতুনদের নিয়ে নতুন উদ্যমে লড়াই করতে নামবে ভারত, যার নেতৃত্বে থাকবেন শুভমান গিল। ম্যাঞ্চেস্টারে লড়াই হবে মর্যাদার, লড়াই হবে ঘুরে দাঁড়ানোর।

Indian Cricket Team are likely to make multiple changes in the playing XI for the 4th Test against England in Manchester