সিএবি সিংহাসনের লড়াইয়ের ‘মহারাজে’র প্রতিপক্ষ কে?

বঙ্গ ক্রিকেটে এক বড় চমক। এক সময়ের সফল অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং আন্তর্জাতিক ক্রিকেটর পরিচিত মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আবার ফিরছেন ক্রিকেট প্রশাসনের…

Indian Cricket icon Sourav Ganguly like to contest CAB President election 2025

বঙ্গ ক্রিকেটে এক বড় চমক। এক সময়ের সফল অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং আন্তর্জাতিক ক্রিকেটর পরিচিত মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আবার ফিরছেন ক্রিকেট প্রশাসনের মঞ্চে? তেমনি আভাস দিলেন তিনি নিজেই। আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) বার্ষিক সাধারণ সভা। এর আগেই ‘দাদা’ ঘোষণা করে দিয়েছেন, তিনি এবছর সিএবি সভাপতি (CAB President) পদের জন্য লড়বেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সিএবি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে ইডেন গার্ডেন্স ছাড়ার সময় সাংবাদিকদের সামনে সৌরভ সোজাসুজি জানিয়ে দিলেন, “আমি এবার সিএবি সভাপতি পদে দাঁড়াচ্ছি।” তাহলে আসন্ন নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিপক্ষ পদপ্রার্থী কে হবেন? আদেও ইলেকশন নাকি সিলেকশন, সেই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে বাংলার ক্রিকেট মহলে।

   

তৎকালীন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার হাত ধরেই সিএবির প্রশাসনিক দায়িত্বে এসেছিলেন সৌরভ। এরপর ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি পদ সামলেছেন তিনি। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় সিএবির দায়িত্ব ছেড়ে দেন ‘দাদা’। সেই সময় জায়গা করে দিয়েছিলেন নিজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এবার সৌরভ নিজেই ফের মাঠে নামতে চলেছেন।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআইতে নিজের সভাপতিত্বে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা দেশ-বিদেশে প্রশংসিত। প্রশাসনিক দক্ষতা, ক্রিকেটীয় অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতার জোরেই তিনি আজও ভারতীয় ক্রিকেট মহলের সবচেয়ে প্রভাবশালী মুখগুলির একজন।

নির্বাচনী লড়াই নাকি একতরফা ‘সিলেকশন’?

সিএবি সভাপতি পদের জন্য এবার সত্যিকারের নির্বাচন হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, গত এক যুগেরও বেশি সময় ধরে সিএবিতে নির্বাচন হয়নি। প্রতি বছরই ‘সিলেকশন’র মাধ্যমেই দায়িত্ব ভাগাভাগি হয়ে এসেছে। এবার সৌরভ নিজে প্রার্থী হওয়ায়, অনেকে ভাবছেন এবার হয়ত নির্বাচন হতেই চলেছে।

Advertisements

কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, সৌরভের প্রতিপক্ষ কে হবেন? সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও বিরোধী প্রার্থীর নাম প্রকাশ্যে আসেনি। যদিও অভ্যন্তরীণ মহলে শোনা যাচ্ছে, অভিষেক ডালমিয়ার নাম বিবেচনায় থাকতে পারে।

ইতিহাস কি ফিরে আসবে?

২০০৮ সালের সেই ঐতিহাসিক এইসব নির্বাচন এখনও অনেকের মনে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সমর্থন করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখার্জিকে, আর বিপক্ষে ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। ভোটযুদ্ধের সেই উত্তেজনা আবারও ফিরতে পারে যদি সৌরভের বিপক্ষে অভিষেক ডালমিয়া প্রার্থী হন।

তিন বছর আগে CAB সভাপতি পদে দাঁড়াবেন বলে জানিয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন সৌরভ। সেই জায়গায় এসেছিলেন স্নেহাশিস। তবে এবার দৃঢ় পদক্ষেপে দাদাকে দেখা যাচ্ছে। বিভিন্ন সভা-সমিতিতে উপস্থিত থাকা, সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ, এমনকি মিডিয়ার সামনে নিজের অবস্থান স্পষ্ট করাও দাদার ইচ্ছাশক্তিরই প্রমাণ। এদিকে, সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হবেন যুবরাজ সিং ও হরভজন সিং। এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে আলাদা উত্তেজনা।

Indian Cricket icon Sourav Ganguly like to contest CAB President election 2025