ভারত-ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ ড্র হলেও ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ইতিহাসে সূচনা হল এক নতুন অধ্যায়ের। তৃতীয় ইনিংসে ভারতীয় দলের তিন ব্যাটার শুভমন গিল (Shubman Gill), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত সেঞ্চুরি করে রচনা করলেন এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচের তৃতীয় ইনিংসে ভারতীয় দলের তিন ব্যাটার শতরান করলেন।
ম্যানচেস্টারে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারত ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৫৮ রান করে। তবে জবাবে ইংল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করে। জ্যাক ক্রলি, জো রুট (১৫০) এবং বেন স্টোকসের দাপটে ইংল্যান্ড তোলে ৬৬৯ রান। প্রথম ইনিংসের ভিত্তিতে ৩১১ রানের বিরাট লিড এনে দেয় ব্রিটিশ দলকে।
তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরুতেই ধাক্কা খায়। দুই ওপেনার সাই সুদর্শন এবং যশস্বী জয়সওয়াল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। দলের স্কোর তখনও শূন্য। ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই চাপে ভেঙে না পড়ে অধিনায়ক শুভমন গিল ও অভিজ্ঞ কেএল রাহুল গড়ে তোলেন ১৮৮ রানের দুর্দান্ত জুটি। কেএল রাহুল ৯০ রান করে আউট হলেও, গিল করেন এক অনবদ্য সেঞ্চুরি (১০৩)।
গিল-রাহুল জুটি ভাঙার পর পরিস্থিতি আবার টলোমলো হয়ে ওঠে। কিন্তু এরপর ব্যাট হাতে ভারতের ‘মিস্টার ডিপেন্ডেবল’ রবীন্দ্র জাদেজা এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর কার্যত ব্রিটিশ বোলারদের সামনে অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান। জাদেজা নিজের চিরচেনা ধৈর্য ও টেম্পারামেন্টে অপরাজিত ১০৭ রান করেন। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর প্রথমে ধীর গতিতে শুরু করে পরে আক্রমণাত্মক মেজাজে পৌঁছে যান সেঞ্চুরিতে। তিনি অপরাজিত ১০১ রানে ইনিংস শেষ করেন। এই দুই ব্যাটারের লড়াইয়ের জেরে ভারত ম্যাচ ড্র করতে সক্ষম হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয় এবং ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
ভারতীয় টেস্ট ইতিহাসে এর আগে কখনও কোনও ম্যাচের তৃতীয় ইনিংসে তিন ব্যাটার শতরান করেননি। শুভমন গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর এই নজির গড়ে ফেললেন। এই কৃতিত্ব শুধু টিম ইন্ডিয়ার জন্য নয়, গোটা বিশ্ব টেস্ট ক্রিকেটের জন্যই এক উল্লেখযোগ্য মুহূর্ত।এই রকম ঘটনা ভারতের টেস্ট ইতিহাসে আগেও ঘটেনি, এমনকি চতুর্থ ইনিংসেও একাধিক সেঞ্চুরির নজির খুবই বিরল।
চতুর্থ টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরও সিরিজে ইংল্যান্ড রয়েছে ২-১ ব্যবধানে এগিয়ে। তবে আগামী ৩১ জুলাই থেকে শুরু হতে চলা পঞ্চম তথা শেষ টেস্টে জয়লাভ করতে পারলে ভারত সিরিজ ড্র করার সুযোগ পাবে। অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল এখনও লড়াই চালিয়ে যাচ্ছে, তা এই ম্যাচে স্পষ্ট হয়ে উঠেছে। শেষ টেস্টে জিতে ঐতিহাসিক কামব্যাক করাই এখন ভারতের প্রধান লক্ষ্য।
During India vs England 4th Test Indian Cricket Team three batter create History saves match and series leveling chance