অমিতাভের ‘শোলে’ স্মরণ করিয়ে রেকর্ড গড়লেন রোহিত

Rohit Sharma Create New Record lost Toss against Champions Trophy 2025

‘শোলে’ সিনেমার জয় তথা অমিতাভ বচ্চন কখনোই টস হারেনি। কিন্তু রোহিত শর্মার (Rohit Sharma) ভাগ্য বরাবরই সেভাবে অনুকূল নয়। তিনি টসের ক্ষেত্রে প্রায় প্রতিটি ম্যাচেই হেরে যান এবং এর ফলে তার ভাগ্য যেন একটা মজার গল্প হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে, রোহিত শর্মার (Rohit Sharma) টসের (Toss) ভাগ্য একেবারেই জয়ের মতো নয়। তিনি যে যেকোনো ম্যাচে টস হেরে যাবেন, সেটি যেন রীতির মতো হয়ে গেছে। একই পুনরাবৃত্তি ঘটল চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে।

বর্তমান সময়ে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টানা ১২টি ওয়ানডে ম্যাচে টস হারল। এই কীর্তি, যা এক ধরনের অবিশ্বাস্য সাফল্য হিসেবেও দেখা যেতে পারে, তাতে ভারতের সঙ্গে নেদারল্যান্ডসের নামও উঠে এসেছে। তার মানে, টসের ক্ষেত্রে সবচেয়ে খারাপ রেকর্ড ভারতের। রোহিতের এই টসের ভাগ্য এতটাই খারাপ যে, তার নামের সঙ্গে এখন টসের ব্যর্থতা যেন একাত্ম হয়ে গেছে।

   

তবে, কেবল রোহিত শর্মার জন্য এই টসের ভাগ্য মন্দ নয়, তার সঙ্গে আরও কিছু বিবেচনা করা উচিত। এই ১২টি ম্যাচের মধ্যে, শুধু রোহিত শর্মা ছিলেন না, তিনটি ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। রোহিত শর্মা যখন মাঠে ছিলেন না, তখন ২০২৩ সালের বিশ্বকাপ পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে রাহুলকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু নটি ম্যাচে রোহিত শর্মাই নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ, টসের ভাগ্য মন্দ হলেও দলের নেতৃত্বের ক্ষেত্রে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল দুজনেই সম্মানজনক ভূমিকা পালন করেছেন।

এমনকি, বিশ্বকাপের ফাইনালেও ভারত টস হারেছিল। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ও দ্বিতীয় ম্যাচেও টসে হারল ভারত। কিন্তু যে বিষয়টি অনেকটা অবাক করে, তা হল ভারত টস হারলেও কিন্তু জয়ী হয়েই মাঠ ছেড়েছে। এই পরিস্থিতি আরও এক মজার দিক ফুটে উঠিয়েছে। দর্শকরা টসের আগেই হয়তো বুঝে ফেলেন, টস হেরেই যাবে ভারত। কিন্তু টস হারার পরেও যখন ভারত জেতে, তখন সবাই সেটা উপভোগ করে।

একটা বিষয় স্পষ্ট, যে যেকোনো টুর্নামেন্টেই ভারতীয় দল যখন মাঠে নামছে, তখন টসের ভাগ্য এমন এক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অনেকের কাছে তেমন গুরুত্ব পায় না। বিশেষত, ভারতের জয়ই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পরও, ভারতীয় দলের টসের ভাগ্য নিয়ে অনেকেই মন্তব্য করতে শুরু করেছিল। কিন্তু, যে বিষয়টি সবাই ভুলে যায়, তা হল ভারত জিতেছে। এটা সবসময়ই আসল বিষয়। টস হেরেও যখন ভারত জয়লাভ করে, তখন সেই সাফল্যই প্রাধান্য পায়।

রোহিত শর্মা বা তার নেতৃত্বাধীন দলের জন্য টসের ভাগ্য যদি কোনও সমস্যার সৃষ্টি করেও থাকে, তবুও তাঁর মনোভাব স্পষ্ট। তিনি কখনোই টসের উপর বেশি গুরুত্ব দেন না। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের পারফরম্যান্স। দল যদি ভাল খেলে, তবে টসের জয় বা হার তা নিয়ে চিন্তা করার সময় কোথায়। একজন অভিজ্ঞ ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা জানেন যে, ক্রিকেটে টসটা শুধুমাত্র একটা আচার। তবে ম্যাচের শেষের ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে, এটা ঠিক যে যদি টসে হারলেও ম্যাচ জয় সম্ভব হয়, তাহলে টস নিয়ে যে এত আলোচনা তা কিছুটা অর্থহীন হয়ে পড়ে। ভারতীয় দল জানে, তাদের শক্তি মাঠে। সবশেষে, রোহিত শর্মার টস নিয়ে নানা কথা হলেও, ভারতীয় দলের শক্তি কখনও কমে যাবে না। যতক্ষণ তারা জয়ী, ততক্ষণ টসের ভাগ্য এবং অন্যান্য বিষয় শুধু অতীতের গল্প হিসেবেই থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleIndia vs Pakistan : টস হারলেন রোহিত, সহজ সিদ্ধান্ত রিজওয়ানের
Next articleমুমূর্ষ রোগীকে ফেলে রাখা হয়েছে বাইরে! হাসপাতালে মেলেনি সেবা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।