১১ সেপ্টেম্বর কুয়ালালামপুরের এএফসি হাউজে অনুষ্ঠিত হল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ গ্রুপ পর্বের ড্র (AFC Womens Champions League Group Stage)। সেখানে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মূল পর্বে খেলতে চলা ভারতীয় ক্লাব (Indian Club) ইস্টবেঙ্গল (East Bengal) নিজেদের স্থান পেয়েছে ‘গ্রুপ বি’তে। গ্রুপে তাদের প্রতিপক্ষ হচ্ছে চিনের বর্তমান চ্যাম্পিয়ন উহান জিয়াংদা এফসি (Wuhan Jiangda), ইরানের অভিজ্ঞ বাম খাতুন এফসি (Bam Khatoon) এবং উজবেকিস্তানের শক্তিশালী দল পিএফসি নাসাফ (PFC Nasaf)।
ভারত-পাক ম্যাচ বাতিলের আর্জি মামলায় বড় সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত
২০২৪-২৫ মরসুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করে ইস্টবেঙ্গল। এরপর প্রাথমিক পর্বে গ্রুপ ই’তে হংকংয়ের কিচি এসসি ও কম্বোডিয়ার ফনম পেন ক্রাউন এফসিকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে মূল পর্বে জায়গা করে নেয় মহিলা মশাল ব্রিগেড।
এই গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২৩ নভেম্বর, চিনেরউহানে। এক কেন্দ্রীভূত লিগ ফরম্যাটে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ এবং এখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও সেরা দুই তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মে মাসে।
কঠিন চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গল
সুপার সিক্সে চোটে-কার্ডে ধাক্কায় ইস্টবেঙ্গল! নেই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার
ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে উহান জিয়াংদা ওম্যানস এফসি। পাঁচবারের চাইনিজ ওমেন্স সুপার লিগ চ্যাম্পিয়ন দল গত মরসুমে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়। স্বাগতিক হওয়ায় তারা হোম টার্ফে খেলবে, যা তাদেরকে আরও শক্তিশালী করে তুলবে।
ইরানের বাম খাতুন এফসি এশিয়ার অন্যতম অভিজ্ঞ মহিলা ক্লাব। টানা চতুর্থবারের মতো এএফসি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তারা এবং গতবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। এছাড়া, উজবেকিস্তানের পিএফসি নাসাফের ঝুলিতে রয়েছে ১৬ বার দেশের লীগ জয়ের রেকর্ড। তারাও ইস্টবেঙ্গলের মতোই প্রাথমিক পর্ব পেরিয়ে মূল পর্বে এসেছে। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের যাত্রা ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে নয়া মাইলফলক।
ইস্ট বেঙ্গলের ম্যাচ সূচি:
১৭ নভেম্বর: বাম খাতুন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি
২০ নভেম্বর: ইস্টবেঙ্গল এফসি বনাম উহান জিয়াংদা এফসি
২৩ নভেম্বর: ইস্টবেঙ্গল এফসি বনাম পিএফসি নাসাফ
View this post on Instagram
East Bengal to play Wuhan Jiangda Bam Khatoon and PFC Nasaf in AFC Womens Champions League Group Stage